Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৬, ২০২৪

অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারতীয় হকি তারকা বরুণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পসকো আইনে মামলা

আরম্ভ ওয়েব ডেস্ক
অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারতীয় হকি তারকা বরুণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পসকো আইনে মামলা

বিপাকে অর্জুন পুরস্কার পাওয়া ভারতীয় হকি দলের খেলোয়াড় বরুণ কুমার। তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ নিয়ে এসেছেন এক তরুণী। বরুণ কুমারের বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু করেছে বেঙ্গালুরু পুলিশ।
২০১৮ সালে ওই তরুণীর সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয় বরুণ কুমারের। তখন তরুণীর বয়স ছিল ১৭ বছর। ইনস্টাগ্রামে পরিচয় হওয়ার পর দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তরুণীর অভিযোগ, সেই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করেছিলেন বরুণ কুমার। ভারতীয় দলের এই হকি তারকা বেঙ্গালুরুর সাইতে তখন প্রশিক্ষণ নিচ্ছিলেন। অভিযোগকারী তরুণীর বয়স এখন ২২ বছর। যখন তিনি ধর্ষিত হয়েছিলেন, তখন অপ্রাপ্তবয়স্ক ছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন।
বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‌এক তরুণীর অভিযোগের ভিত্তিতে বরুণ কুমারের বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু করা হয়েছে। ভারতীয় সংবিধানের ৩৭৬ নম্বর ধারা অনুযায়ী ধর্ষণ ও ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের হয়েছে।’‌ পসকো আইনে মামলা দায়ের হওয়ায় বরুণ কুমার গ্রেপ্তার করা হবে কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
হিমাচল প্রদেশে বাড়ি বরুণ কুমারের। তিনি সদ্য পাঞ্জাব পুলিশের ডিএসপি পদে উন্নীত হয়েছেন। ২০১৭ সালে ভারতীয় হকি দলে তাঁর অভিষেক হয়। ২০২১ টোকিও অলিম্পিকে স্ট্যান্ড বাই ছিলেন। ওই বছরই তিনি অর্জুন পুরস্কার পান। এফআইএইচ প্রো লিগের জন্য এই মুহূর্তে ভারতীয় হকি দলের সঙ্গে ভুবনেশ্বরে প্রস্তুতি নিচ্ছেন। ১০ ফেব্রুয়ারি স্পেনের বিরুদ্ধে ভারতের খেলা আছে। তাঁর আগেই চাপে পড়লেন বরুণ কুমার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!