Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জানুয়ারি ২৫, ২০২৪

ঢাকায় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শর্মিলা ঠাকুরের, আলোচনায় চলচ্চিত্র

আরম্ভ ওয়েব ডেস্ক
ঢাকায় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শর্মিলা ঠাকুরের, আলোচনায় চলচ্চিত্র

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তিনি দেখা করেন। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতাশঙ্কর, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও পরিচালক সোহিনী ঘোষ।

শর্মিলা ঠাকুরের নেতৃত্বে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন মমতাশঙ্কররা। ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন শর্মিলা ঠাকুর। ১৯ জানুয়ারি প্রতিনিধি দল নিয়ে তিনি ঢাকায় পৌঁছন শর্মিলা ঠাকুর। এবারের উৎসবের এশিয়ান প্রতিযোগিতা বিভাগের বিচারক তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় চলচ্চিত্রসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শর্মিলা ঠাকুর। বৈঠকে হাজির ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও রেনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল। ২০ থেকে ২৮ জানুয়ারি রেনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে ঢাকার বিভিন্ন ভেন্যুতে একগুচ্ছ আন্তর্জাতিক সিনেমা দেখানো হবে। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব চলবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!