Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৮, ২০২৩

আইসিইউ-তে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী তনুজা

আরম্ভ ওয়েব ডেস্ক
আইসিইউ-তে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী তনুজা

রবিবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী তনুজা। ৮০ বছর বয়স্ক এই অভিনেত্রীকে ওই দিনই জুহির একটি আইসিইউ তে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি চিকিৎসায় সারা দিচ্ছেন। এদিকে মায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁর কাছে চলে আসেন অভিনেত্রী কাজল। ছোট মেয়ে তানিশা মায়ের কাছেই ছিলেন। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে তনুজার শারীরিক অবস্থা স্থিতিশীল। বার্দ্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর পাশে রয়েছেন মেয়ে কাজল ও অভিনেতা জামাই অজয় দেবগন।

অভিনেত্রী হিসেবে তনুজা জনপ্রিয়। একসময়ের রুপোলি পর্দায় দাপিয়ে কাজ করেছেন তিনি। হিন্দি ও বাংলা, চলচ্চিত্র জগতে ছিল তাঁর অবাধ বিচরণ। “হামারি বেটি”, “ছাবিলি”, “জুয়েল থিফ”, “হামারি ইয়াদ”, “আয়েগি”র মতো জনপ্রিয় হিন্দি সিনেমায় অভিনয়ের পাশাপাশি উত্তম কুমারের সঙ্গে বেশ কিছু বিখ্যাত বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তনুজা। এর মধ্যে  “দেয়া নেয়া”, “তিন ভুবনেরর পারে”, “প্রথম কদম ফুল”, “অ্যান্টনি ফিরিঙ্গি”-’র মতো সিনেমা রয়েছে , যা এখনও সমাজ জনপ্রিয়। বাঙালি পরিচালক সমু মুখোপাধ্যায়ের সঙ্গে তনুজার বিয়ে হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!