Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৪, ২০২৪

স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে ভর্তি প্রবীন বিজেপি নেতা আদবানি

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে ভর্তি প্রবীন বিজেপি নেতা আদবানি

স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি–র বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানিকে। আজ সকালে তাঁকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সূত্রে খবর, রুটিন চেকআপের জন্য আদবানিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে এই বর্ষীয়ান বিজেপি নেতার অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

চলতি বছরে এই নিয়ে তিনবার হাসপাতালে ভর্তি হলেন লালকৃষ্ণ আদবানি। জুলাই মাসে ইউরিনের সমস্যা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এইমসের ইউরোলোজি বিভাগে ডাঃ অমলেশ শেঠের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলেছিল। সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। পরে আগস্ট মাসেও আদবানিকে আবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এবার আবার অ্যপোলেতে ভর্তি করা হল।

১৯২৭ সালের ৮ নভেম্বর করাচিতে জন্মগ্রহণ করেন আদবানি। ১৪ বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্য হন। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি পরিবারের সঙ্গে ভারতে চলে আসেন। ১৯৫১ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘে যোগ দেন। ১৯৭০ সালে রাজ্যসভায় নির্বাচিত হন। ২ বছর পর দলের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময়, আদবানি ও তাঁর সহকর্মী অটল বিহারী বাজপেয়ীকে গ্রেপ্তার করা হয়েছিল।
১৯৭৭ সালে মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন জনতা পার্টি সরকারে এলে আদবানিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী করা হয়। ১৯৮০ সালে তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৮৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপি মাত্র দুটি আসন পেয়েছিল। সেখান থেকে ১৯৯০–এর দশকে দলকে জাতীয় শক্তিতে পরিণত করার জন্য আদবানির দারুণ অবদান রয়েছে। রাম জন্মভূমি আন্দোলনে তার নেতৃত্ব, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পক্ষে, বিজেপির রাজনৈতিক ভাগ্যকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছিল।

তিনি তিনবার বিজেপি সভাপতি ছিলেন এবং পরে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারে উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন। ২০০৯ সালের সাধারণ নির্বাচনে, আডবানিকে বিজেপির প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসাবে তুলে ধরা হয়েছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। এবছর তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মার্চ মাসে তাঁর বাসভবনে গিয়ে আদবানিকে এই সম্মান প্রদান করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!