Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ফেব্রুয়ারি ১৮, ২০২৩

প্রয়াত হলেন বিজয় কুমার কিচলু, শাস্ত্রীয় সঙ্গীতের জগতে একটি যুগের অবসান

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রয়াত হলেন বিজয় কুমার কিচলু, শাস্ত্রীয় সঙ্গীতের জগতে একটি যুগের অবসান

চলে গেলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী বিজয় কুমার কিচলু। শুক্রবার দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ধ্রুপদী ঘরানার শিল্পী। কোমর্বিডিটি, হার্ট ও নিউমোনিয়ার সমস্যা ছিল তাঁর। গতকাল শ্বাসজনিত সমস্যার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শুরু করার আগে কার্ডিয়াক অ্যারেষ্টে তাঁর মৃত্যু ঘটে।

১৯৩০ সালে অবিভক্ত যুক্তপ্রদেশের আলমোরায় বিজয় কুমার কিচলু জন্ম গ্রহণ করেন। শৈশব থেকেই ছিল গান-বাজনার ঝোঁক। তাঁর নিজের কথায়, উস্তাদ ফৈজ খানের সঙ্গীত তাঁকে ধ্রুপদী সংগীতচর্চার জন্য অনুপ্রাণিত করেছিল। নাথুরাম শর্মার কাছে তিনি প্রথমে সঙ্গিত চর্চার পাঠ নেন। পরে দাগার ভ্রাতৃদ্বয় অর্থাৎ উস্তাদ আমিনুদ্দিন দাগার এবং উস্তাদ মইনুদ্দিন দাগারের কাছে তিনি ধ্রুপদের তালিম গ্রহণ করেন। খেয়াল শেখেন লাতাফাত হুসেনের কাছে। ব্রিটিশ জাহাজ কোম্পানির কাজের সূত্রে কলকাতায় আসেন তিনি।

সঙ্গীত তাঁর কাছে কখনো নিছক পেশা ছিল না। গভীর ভালোবাসা ও মমত্ববোধ নিয়ে তিনি ধ্রুপদী সঙ্গীতের চর্চাও করতেন। প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার আইটিসি মিউজিক আকাডেমি। সঙ্গীত রিসার্চ আকাদেমিও গড়ে তোলেন কলকাতায়। পেয়েছেন সঙ্গীত নাটক আকদেমি অ্যাওয়ার্ড।

শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ ধ্রুপদী সঙ্গীত জগত। শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তেজেন্দ্রনারায়ণ মজুমদার জানিয়েছেন,তাঁর পিতৃসম ছিলেন তিনি। তাঁর তৈরি করা  সঙ্গীত প্রজন্ম এই মুহুর্তের সব থকে বড় সুপরিচিত ব্যক্তিত্ব।  শোক প্রকাশ করেছেন বিক্রম ঘোষ । বিজয়কুমার কিচলু শাস্ত্রীয় সঙ্গীতের গেম চেঞ্জার ছিলেন, মন্তব্য প্রখ্যাত তবলচির। শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইট বার্তায় জানিয়েছেন, তাঁর মৃত্যু ধ্রুপদী সঙ্গীতের জগতে অপূরণীয় এক ক্ষতি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!