- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ২৮, ২০২৫
মালগুডি থেকে রাষ্ট্রপতি ভবন, পদ্মভূষণে অনন্ত সম্মান
এ বছর মোট ১৩৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম সম্মানে ভূষিত করেছে ভারত সরকার

৫ দশকের অভিনয়জীবন, ৩০০-এর বেশি ছবি, ৩০টির বেশি চলচ্চিত্র পুরস্কার। তবু কোনোদিন নিজেকে ‘তারকা’ বলে পরিচয় দেননি। অবশেষে মিলল দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মানের স্বীকৃতি। ভারতের অন্যতম বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগের নামের সাথে জুড়ে গেল পদ্মভূষণ খেতাব। মঙ্গলবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি।
কন্নড় সিনেমার কিংবদন্তি অনন্ত নাগ অভিনয় করেছেন প্রায় ৩০০টিরও বেশি ছবিতে। কন্নড় ভাষা ছাড়াও হিন্দি ও মারাঠি ভাষাযর ছবিতে কাজ করেছেন। ‘মালগুডি ডেজ’-এর সৌজন্যে তাঁর মুখ আজও অনেকের মনে গেঁথে রয়েছে। শক্তিশালী অভিনয়, সহজাত ভাবপ্রকাশ আর অসাধারণ থিয়েটার প্রশিক্ষণ— এই ত্রয়ীর মিশেলে তিনি হয়ে উঠেছেন ভারতীয় চলচ্চিত্রের মহীরূহ। আশির দশকের শেষ ভাগে দূরদর্শনে সম্প্রচারিত হয় বিখ্যাত সিরিজ ‘মালগুডি ডেজ’। টি.এস. নারসিমহনের প্রযোজনায় তৈরি ওই সিরিজে অনন্ত নাগ ছিলেন ১৩টি পর্বে। তাঁর পাশাপাশি অভিনয়ে ছিলেন গিরীশ করনাড, বৈশালী কাসারাভল্লি, সুহাসিনী আদারকরের মতো শক্তিশালি অভিনেতারা। হিন্দিভাষী দর্শকের কাছে এই সিরিজই অনন্তকে এনে দেয় সুবিশাল পরিচিতি।
এই বছর মোট ১৩৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম সম্মানে ভূষিত করেছে ভারত সরকার। এর মধ্যে মঙ্গলবারের দ্বিতীয় ধাপের অনুষ্ঠানে সম্মান পেয়েছেন ৬৮ জন। উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম ধাপের অনুষ্ঠান হয়েছিল ২৮ এপ্রিল, সম্মানিত হয়েছিলেন ৭১ জন। এবছর পদ্মবিভূষণ পেয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি জগদীশ সিং কেহার, প্রয়াত লোকসংগীত শিল্পী শারদা সিনহা এবং কথক নৃত্যশিল্পী কুমুদিনী লাখিয়া। পদ্মভূষণ সম্মান পেয়েছেন অভিনেতা অনন্ত নাগ, নৃত্যশিল্পী ও অভিনেত্রী শোভনা চন্দ্রকুমার, প্রত্নতত্ত্ববিদ কৈলাশ নাথ দীক্ষিত, সত্তেয়া নৃত্যের পথিকৃৎ যতীন গোস্বামী, ব্যবসায়ী নল্লি কুপ্পুস্বামী চেট্টি, ধর্মীয় নেত্রী সাধ্বী ঋতম্ভরা। মরণোত্তর সম্মান জানানো হয়েছে অর্থনীতিবিদ বিবেক দেবরায় ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর জোশীকে। পুরস্কার গ্রহণ করেন তাঁদের পরিবারের সদস্যরা।
পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রখ্যাত ইমিউনোলজিস্ট সোনিয়া নিত্যানন্দ, প্রখ্যাত ফুটবলার আই. এম. বিজয়ন, সংগীত শিল্পী অশ্বিনী ভিদে দেশপান্ডে, অভিনেতা অশোক সরাফ, মুখোশ নির্মাতা রেবা কান্ত মহন্ত, সঙ্গীতজ্ঞ রিকি কেজ, থিয়েটার ব্যক্তিত্ব ব্যারি জন এবং নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মমতা শঙ্কর। এই তালিকায় রয়েছেন পারাই বাদ্যযন্ত্রী ভেলু আসান, ব্যবসায়ী সাজ্জন ভজনকা, চিকিৎসক ড. নীরজা ভাটলা, বিজ্ঞানী অজয় ভি. ভাট, লেখক সন্ত রাম দেশওয়াল, আধ্যাত্মিক গুরু আচার্য জোনাস মেজেত্তি এবং ফারুক আহমদ মীর।
❤ Support Us