শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বিয়ের পর হিন্দু যুবকদের কম করে দুই থেকে তিনটি সন্তানের জন্ম দিতে হবে বললেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা মিলিন্দ পারান্ডে । না হলে হিন্দু সমাজ ভবিষ্যতে সংকটে পড়বে ।
সম্প্রতি মধ্যপ্রদেশের খাণ্ডওয়ায় যুব সম্মেলনের আয়োজন করেছিল ভিএইচপি ও বজরং দল । ওই সমাবেশে মিলিন্দ পারান্ডে বলেন, ‘ প্রত্যেক হিন্দু যুবকে কম করে তিনটি সন্তানের বাবা হওয়া উচিত। এতে সমাজ বাঁচবে । জনসংখ্যা বাড়বে । বিএইচপি নেতা বলেছেন—ব্রিটিশ শাসনকালে ভারতের অতীত গৌরবকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করেছে । ওই ব্যবস্থা উপড়ে ফেলতে হবে । দেশে মুসলিমদের সংখ্যা বাড়ছে, হিন্দুদের কমছে । এই বিপজ্জনক লক্ষণ রুখতে হলে হিন্দুদের জন্মহার বাড়াতে হবে ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34