শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
নিজের রাজনৈতিক অবস্থানের জন্য বরাবরই বিতর্কের শিরোনামে থাকেন তিনি। এবার নিজের বিবাহ নিয়েও মৌলবাদীদের রোষের শিকার হলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।
মুসলমান যুব নেতা ফাহাদকে বিবাহ করা প্রসঙ্গে স্বরাকে সতর্ক করলেন স্বাধ্বী প্রাচী। দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী বলেন, বিবাহের আগে ফাহাদের ফ্রিজটা দেখে নেওয়া উচিত ছিল তাঁর। উল্লেখ্য, রাজধানীতে নিহত শ্রদ্ধা ওয়াকারের দেহের ৩৫টি খণ্ড নিজের ফ্রিজে রেখেছিল তাঁর লিভ ইন পার্টনার। সাধ্বী আরো জানিয়েছেন, বিবাহিত জীবনসঙ্গী নির্বাচন তাঁর ব্যক্তিগত পছন্দ। তবে হিন্দুধর্ম বিরোধী স্বরা এমন পদক্ষেপ গ্রহণ করবেন তাতে তিনি কোনো ভাবেই আশ্চর্য হননি।
১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিয়ে সারেন স্বরা। সোশ্যাল মিডিয়ায় এ খবর আসতে শুরু হয় বিতর্ক। অনেকে নব দম্পতিকে শুভেচ্ছা জানালেও কটাক্ষ করতে ছাড়েননি নেট নাগরিকদের একাংশ। বাদ যাননি ধর্মগুরুরাও। স্বরার বিবাহ শরিয়ৎ মতে বৈধ নয়, দাবি তুলেছিলেন জামাত প্রধান মৌলানা শাহবুদ্দিন রিজবি। ইসলাম গ্রহণ করলেই তাঁর বিয়ে বৈধ বলে পরিগণিত হবে বলে জানিয়েছিলেন তিনি। সমর্থন করেছেন শিকাগোর ইসলাম বিষয়ক এক অধ্যাপকও। তিনি বলেছেন, যদি স্বরা ভাস্কর মুসলিম না হন এবং তাঁর স্বামী মুসলিম হন, তবে এই বিয়ে ইসলামের দিক থেকে বৈধ নয়।
বিবাহ নিয়ে মৌলবাদীদের আক্রমনের নিন্দায় সরব বিশিষ্টজনেরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মোতিন ও সমাজকর্মী মীরাতুন নাহার জানিয়েছেন বিশেষ বিবাহ আইন মতে বিয়ে করলে ধর্মগ্রন্থ কী বলল তাতে কিছু যায় আসে না। ভারতের আইন অনুযায়ী বিবাহ বৈধ। বস্তুত, ভিন ধর্মাবলম্বীদের বৈবাহিক কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য এ আইন পাশ হয় ১৯৫৪ সালে। সাধ্বী প্রাচীর মন্তব্যেরও নিন্দায় সরব হয়েছেন অনেকেই। প্রাপ্তবয়স্ক ব্যক্তির জীবনসঙ্গী নির্বাচনের অধিকার ব্যক্তিগত অধিকার। তা নিয়ে বাইরের কারোর মন্তব্য অবাঞ্ছিত, অনভিপ্রেত। দিল্লির নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে স্বরার বিবাহের তুলনা টানাটা অযৌক্তিক, জানাচ্ছেন সমাজকর্মী ও আইন বিশেষজ্ঞরা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34