- দে । শ
- অক্টোবর ১, ২০২৪
প্রথম ভারতীয় মহিলা হিসেবে সশস্ত্র বাহিনী মেডিকেল সার্ভিসেসের মহাপরিচালক হলেন সার্জেন ভাইস অ্যাডমিরাল আরতি সারিন

সশস্ত্র বাহিনী মেডিকেল সার্ভিসেসের মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হল সার্জেন ভাইস অ্যাডমিরাল আরতি সারিন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি এই দায়িত্ব পেলেন। আজ, মঙ্গলবার সশস্ত্র বাহিনী মেডিকেল সার্ভিসেসের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে আরতি সারিনের নিয়োগের কথা জানানো হয়।
সশস্ত্র বাহিনী মেডিকেল সার্ভিসেসের ৪৬ তম মহাপরিচালক হলে আরতি সারিন। এর আগে তিনি নৌবাহিনীতে মেডিকেল সার্ভিসেসের মহাপরিচালক, বিমান বাহিনীতে মেডিকেল সার্ভিসেসের মহাপরিচালক এবং পুনেতে সশস্ত্র বাহিনীর মেডিকেল কলেজের পরিচালক এবং কমান্ডান্ট অধিষ্ঠিত ছিলেন। পুনের আর্মড ফোর্স মেডিকেল কলেজ থেকে রেডিও ডায়াগনসিসে এমডি করেন আরতি সারিন। তারপর টাটা মেমোরিয়াল হাসপাতাল থেকে রেডিয়েশন অঙ্কোলজিতে ডিপ্লোমা করেন। পিটার্সবার্গ ইউনিভার্সিটি থেকে গামা নাইফ সার্জারিতে ডিগ্রি অর্জন করেন। ১৯৮৫ সালের ডিসেম্বরে ভাইস অ্যাডমিরাল সারিন আর্মড ফোর্সের মেডিকেল সার্ভিসে যোগ দেন।
৩৮ বছরের কর্মজীবনে আরতি সারিন নানা অ্যাকাডেমিক ও প্রশাসনিক পদে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে আর্মি হাসপাতালের রেডিয়েশন অঙ্কোলজির প্রধান, পুনের কমান্ড হাসপাতালের কমান্ডিং অফিসার। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর দক্ষিণ ও পশ্চিম নৌ কমান্ডে কমান্ড মেডিকেল অফিসার, ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন, নৌবাহিনীতে সার্জেন লেফটেন্যান্ট থেকে সার্জেন ভাইস অ্যাডমিরাল, ভারতীয় বিমানবাহিনীতে এয়ার মার্শাল ভারতীয় সশস্ত্র বাহিনীর তিনটি শাখাতেই ফ্ল্যাগ অফিসারের দায়িত্ব পালনের বিরল গৌরব অর্জন করেছেন আরতি সারিন।
রোগীর যত্নে আত্মোৎসর্গের জন্য ২০২১ লানে বিশেষ সেবা পদক, ২০২৪ সালে অতি বিশেষ সেবা পদক পেয়েছেন সার্জেন ভাইস অ্যাডমিরাল আরতি সারিন। এছাড়াও ২০১৭ সালে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধানের বিশেষ প্রশংসা পান। সম্প্রতি সুপ্রিম কোর্ট দ্বারা জাতীয় টাস্ক ফোর্সের সদস্য হিসেবেও নিযুক্ত হয়েছেন।
❤ Support Us