- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১১, ২০২৩
শাহবাজের সেঞ্চুরি সত্ত্বেও হরিয়ানার কাছে হেরে বিজয় হাজারে ট্রফি থেকে বিদায় বাংলার
সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটে প্রি–কোয়ার্টার ফাইনালে আসামের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল। বিজয় হাজারে ট্রফি ঘিরে স্বপ্ন দেখেছিল বাংলা শিবির। কিন্তু একদিনের ক্রিকেটের এই প্রতিযোগিতাতেও ব্যর্থ বাংলা। কোয়ার্টার ফাইনালে হরিয়ানার কাছে ৪ উইকেটে হেরে স্বপ্নের সলিলসমাধি বাংলা দলের। ব্যাটারদের ব্যর্থতার জন্যই ডুবতে হল বাংলাকে। শাহবাজ আমেদের দুরন্ত সেঞ্চুরিও বাকিদের ব্যর্থতা পুশিয়ে দিতে পারেনি।
রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় হরিয়ানা। অভিমন্যু ঈশ্বরণ চোট পাওয়ার পর থেকেই ওপেনিং সমস্যায় ভুগতে হচ্ছে বাংলাকে। আগের তিনটি ম্যাচে সাকির হাবিব গান্ধী নিজেকে মেলে ধরতে পারেননি। হরিয়ানার বিরুদ্ধে তাঁর পরিবর্তে রণজ্যোত সিং খাইরাকে সুযোগ দেওয়া হয়। তিনিও দলকে নির্বরতা দিতে পারেননি। মাত্র ৬ রান করে তিনি আউট হন। অন্য ওপেনার অভিষেক পোড়েল করেন ২৪। আগদের ম্যাচে সেঞ্চুরি করা সুদীপ ঘরামি (২১) ও অনুষ্টুপ মজুমদার (১৪) বড় রান পাননি। ঋত্ত্বিক রায়চৌধুরি (৫) ও করণ লালও (১৩) ব্যর্থ।
সুমিত কুমার, নিশান্ত সিন্ধু, যুজবেন্দ্র চাহালদের দাপটে দিশেহারা হয়ে পড়েছিল বাংলা। ৩৬ রানের মধ্যেই ১৩০ রানে ৬ উইকেট হারায়। একপ্রান্তে উইকেট পড়তে থাকলেও অন্যপ্রান্ত আগলে থাকেন শাহবাজ আমেদ। তাঁর সৌজন্যেই ২০০ রানের গন্ডি পার করে বাংলা। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে আউট হন শাহবাজ। ১১৮ বলে ১০০ রান করেন তিনি। প্রদীপ্ত প্রামানিক ১৯ বলে করেম ২১। ৫০ ওভারে ২২৫ রানে অল আউট হয় বাংলা। যুজবেন্দ্র চাহাল ৩৭ রানে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট নেন সুমিত কুমার ও রাহুল তেওয়াটিয়া।
বোর্ডে ২২৫ রান নিয়ে জিততে গেলে বোলারদের জ্বলে ওঠা জরুরি ছিল। দ্বিতীয় ওভারেই যুবরাজ সিংকে (১) তুলে নিয়ে বাংলাকে স্বপ্ন দেখিয়েছিলেন মহম্মদ কাইফ। হিমাংশু রানাকে (১০) ফেরান ইশান পোড়েল। ১৪ রানের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে বাংলাকে স্বপ্ন দেখিয়েছিলেন কাইফ ও ইশান। কিন্তু অঙ্কিত কুমার ও অশোক মানেরিয়া জুটি বাংলাকে ম্যাচ থেকে ছিটকে দেয়। দুজনের জুটিতে ওঠে ১২৬ রান। অশোক মানেরিয়াকে (৩৯) তুলে নিয়ে প্রদীপ্ত প্রামানিক যখন জুটি ভাঙেন, ম্যাচে ফেরার আশা কার্যত শেষ বাংলার।
দলীয় ১৭০ রানের মাথায় শাহবাজের বলে আউট হন অঙ্কিত কুমার। ১০২ বলে ১০২ রান করেন তিনি। নিশান্ত সিন্ধু ২৯ বলে ২৭ রান করে আউট হন। রাহুল তেওয়াটিয়া (২৮ বলে অপরাজিত ২১) ও সুমিত কুমার (৯ বলে অপরাজিত ১০) দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ৪৫.১ ওভারে ২২৬/৬ রান তুলে ম্যাচ জিতে সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে যায় হরিয়ানা। বাংলার হয়ে ২টি করে উইকেট নেন প্রদীপ্ত প্রামানিক ও মহম্মদ কাইফ।
❤ Support Us