- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৯, ২০২৩
দুর্দান্ত প্রত্যাবর্তন, মধ্যপ্রদেশকে ১৯৩ রানে গুড়িয়ে বিজয় হাজারেতে ঘুরে দাঁড়াল বাংলা
প্রথম দুটি ম্যাচে সহজ জয়। তামিলনাডুর কাছে আগের ম্যাচে হার। ওই ম্যাচে পরাজয় নাড়া দিয়ে গিয়েছিল বাংলাকে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলা। তারকাখচিত মধ্যপ্রদেশকে ১৯৩ রানে উড়িয়ে বিজয় হাজারে ট্রফিতে তৃতীয় জয় তুলে নিল লক্ষ্মীরতন শুক্লার দল। দুর্দান্ত বোলিং করে বাংলাকে সহজ জয় এনে দিলেন আকাশ দীপ ও শাহবাজ আমেদ।
আগের ম্যাচে তামিলনাডুর বিরুদ্ধে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়েছিল বাংলাকে। ব্যর্থতা কাটিয়ে এদিন অবশ্য ঘুরে দাঁড়ালেন অভিমন্যু ঈশ্বরণরা। যদিও খুব বড় রানের ইনিংস গড়তে পারেনি বাংলা। ওপেনিং জুটিতে ১৭ ওভারে ৮৬ রান তোলে অভিমন্যু ও অভিষেক পোড়েল। ৩৪ রান করে কুমার কার্তিকেয়ার বলে আউট হন অভিষেক। অধিনায়ক সুদীপ ঘরামি করেন ১৮। তিনি শুভম শর্মার শিকার। ৯৫ বলে ৭৩ রান করে রান আউট হন অভিমন্যু।
মিডল অর্ডারে অনুষ্টুপ মজুমদার কিছুটা লড়াই করেন। ৩৫ বলে ৩৩ রান করে তিনিও রান আউট হন। শাহবাজ আমেদ করেন ২১, সাকির হাবিব গান্ধী ১৭। প্রদীপ্ত প্রামানিক (১৫), আকাশ দীপ (অপরাজিত ১০), মহম্মদ কাইফরা (অপরাজিত ১০) বাংলাকে আড়াইশো রানের গন্ডি পার করে দেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৪ তোলে বাংলা। মধ্যপ্রদেশের হয়ে কুমার কার্তিকেয়া ৩৪ রানে ৪ উইকেট তুলে নেন।
ব্যাট করতে নেমে আকাশ দীপের বোলিংয়ের সামনে শুরুতেই বেসামাল হয়ে পড়ে মধ্য প্রদেশ। ২০ রানের মধ্যেই ৩ উইকেট হারায়। আকাশ দীপ তুলে নেন যশ দুবে (৯), হর্ষ গাউলি (৪) ও রজত পতিদারকে (০)। ভেঙ্কটেশ আয়ার (১০) ও অক্ষত রঘুবংশীকে (৩) তুলে নিয়ে মধ্যপ্রদেশের মিডল অর্ডারে ভাঙন ধরান ইশান পোড়েল। ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় মধ্যপ্রদেশ। এরপর শাহবাজ আমেদের স্পিনের জাদুতে ২০.৪ ওভারে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় মধ্যপ্রদেশ। ৩.৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন শাহবাজ। ৬ ওভারে ৮ রানে ৩ উইকেট আকাশ দীপের। ১৬ রানে ২ উইকেট নেন ইশান পোড়েল।
❤ Support Us