Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৫, ২০২৩

পাঞ্জাবকে হারিয়ে বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
পাঞ্জাবকে হারিয়ে বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলা

বিজয় হাজারে ট্রফির গ্রুপ লিগের শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জিতলেই নক আউটের ছাড়পত্র পেয়ে যাবে। এই পরিস্থিতিতে পাঞ্জাবকে ৫২ রানে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। বাংলার জয়ের নায়ক অনুষ্টুপ মজুমদার। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে বাংলার জয়ের ভিত গড়ে দেন।

পাঞ্জাবের বিরুদ্ধে ব্যাট করতে নেমে একসময় ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলা। অনুষ্টুপ মজুমদার ও করণ লালের হাত ধরে দুর্দান্ত প্রত্যাবর্তন। এই জুটি বাংলাকে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪২ রানে পৌঁছে দিয়েছিল। পরে বোলারদের দাপটে ২৪.১ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় পাঞ্জাব।

এদিন ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পরে বাংলা। ৩৯ রান তোলার ফাঁকেই সাকির হাবিব গান্ধী (০), অভিষেক পোড়েল (৯) ও সুদীপ ঘরামিকে (২৬) হারায় বাংলা। কৌশিক মাইতি (০) শাহবাজ আমেদ (১৬), ঋত্বিক রায়চৌধুরীরাও (৫) রান পাননি। ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পরে বাংলা। এই সময় মনে হচ্ছিল হয়তো ১০০ রানের গণ্ডি পার করতে পারবে না। কিন্তু করণ লালকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়ান অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার। এই জুটি বাংলাকে ২৪২ রানে পৌঁছে দেয়। ১১৬ বলে ১১১ রান করেন অনুষ্টুপ। ৬৬ রান করেন করণ  লাল।

নক আউটের ছাড়পত্র পেতে গেলে পাঞ্জাবকে জয়ের পাশাপাশি নেট রান রেটও বাড়াতে হত। তাই শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করার চেষ্টা করেন পাঞ্জাব ব্যাটাররা। দ্রুত রান তুলতে গিয়ে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। ফলে উইকেটে কিছু হতে পারেননি পাঞ্জাবের চার সেরা ব্যাটার। অভিষেক শর্মা (১৬), প্রভসিমরন সিং (৩১), আনমোলপ্রীত সিং (১৮), মনদীপ সিংরা (২৭) ভাল শুরু করেও বড় রান পাননি। ফলে পরিকল্পনামাফিক এগোতে পারেনি। শেষ পর্যন্ত ২৪.১ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় পাঞ্জাব। ৩৬ রানে ৩ উইকেট নেন কৌশিক মাইতি। ৫৩ রানে ৩ উইকেট শাহবাজ আমেদের। মহম্মদ কাইফ ও প্রদীপ্ত প্রামাণিক ২টি করে উইকেট নেন। ৭ ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে গ্রুপ ই-তে দ্বিতীয় হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে গেল বাংলা। গ্রুপ শীর্ষে থাকল তামিলনাড়ু। তাদেরও ৬ ম্যাচে ২০ পয়েন্ট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!