Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৯, ২০২৩

গুজরাটকে ৮ উইকেটে উড়িয়ে বিজয় হাজারের কোয়ার্টার ফাইনালে বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
গুজরাটকে ৮ উইকেটে উড়িয়ে বিজয় হাজারের কোয়ার্টার ফাইনালে বাংলা

জোড়া শতরান সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদারের। এই দুই ক্রিকেটারের কাঁধে ভর করে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে গুজরাট কে উড়িয়ে দিল আট উইকেটে। ১১৭ রানে অপরাজিত থাকলেন সুদীপ ঘরামি অন্যদিকে অনুষ্টুপ মজুমদার অপরাজিত রইলেন ১০২ রানে।

গুজরাটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে গুজরাটে কে প্রথম ব্যাট করতে পাঠায় বাংলা। শুরুটা ভালো হয়নি গুজরাটের। পঞ্চম ওভারেই ১৮ রানের মাথায় উরভিল (৯) প্যাটেলকে তুলে নেন ঈশান পোড়েল। ৩৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় গুজরাট। এবার সুমন দাসের শিকার ক্ষীতিজ প্যাটেল (২)। এরপর আর বাংলার বোলারদের সুযোগ দেননি প্রিয়ঙ্ক পাঞ্চাল ও সৌরভ চৌহান। দুজনের জুটিতে ওঠে ৯৪ রান। চৌহানকে তুলে নিয়ে জুটি ভাঙেন প্রদীপ্ত প্রামানিক। ৫৩ বলে ৫৩ রান করে আউট হন চৌহান। ১০১ রান করেন প্রিয়ঙ্ক পাঞ্চাল। অক্ষর প্যাটেল রান পাননি। মাত্র ১৭ রান করে তিনি আউট হন। উমং কুমারের ৬৫ রান গুজরাটকে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৩ রানে পৌঁছতে সাহায্য করে। বাংলার হয়ে অভিষেককারী সুমন দাস দুটি ও প্রদীপ্ত প্রামাণিক দুটি উইকেট নেন।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলার। প্রথম ওভারেই আউট হন শাকির হাবিব গান্ধী (০)। এরপর বাংলাকে টেনে নিয়ে যান অভিষেক পোড়েল ও অধিনায়ক সুদীপ ঘরামী। ১৭ ওভারের মাথায় ৭৭ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলা। ৪৬ রান করে আউট হন অভিষেক পোড়েল। এরপর গুজরাট বোলারদের আর কোন সুযোগই দেননি অধিনায়ক সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার। এই জুটি বাংলাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। সুদীপ ও অনুষ্টুপের অসমাপ্ত জুটিতে ওঠে ২০৯ রান। ৪৬ ওভারে ২ উইকেটে ২৮৬ রান তুলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় বাংলা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!