- দে । শ
- নভেম্বর ৮, ২০২৪
পুজোর ভাসানে বিভ্রাট, জগদ্ধাত্রী পুজোর দিন ঘূনি গ্রামে ফের আরাধনা উমার
বিসর্জনের সময় আগুন ধরে যায় দুর্গার পোশাকে। পুড়ে যায় চুল। এর ফলে এলাকায় চরম অমঙ্গলের প্রমাদ গোনেন এলাকাবাসী। অমঙ্গল এড়াতে ‘বিঘ্নশান্তি প্রক্রিয়ার’ মাধ্যমে ফের একদিনের দুর্গাপুজো হচ্ছে পূর্বস্থলীর ঘূনি গ্রামে। দুর্গোৎসবের বিসর্জনের সময় আগুনের ফুলকি পড়ে পুড়ে যায় দুর্গার শাড়ি ও চুল। তার জেরে কান্নার রোল ওঠে ভক্তকুলে। শঙ্কা, এই ঘটনার জন্য দেবীর কোপে না পড়তে হয়। তাই দেবীকে সন্তুষ্ট করতে নতুন করে দুর্গাপুজো হল পূর্বস্থলী ২নং ব্লকের মুকশিমপাড়া পঞ্চায়েতের ঘূনি গ্রাম। এই ‘ঘূনি সর্বজনীন দুর্গোৎসব’ পুজো কমিটির দুর্গাপুজো সরকারি অনুদানপ্রাপ্ত। ধূমধাম করে মহাসমারোহে এবার পুজো হলেও দ্বাদশীর দিন বিসর্জন পর্বে বিঘ্ন ঘটে। পুজো কমিটির সম্পাদক গৌতম ভট্টাচার্য জানান, ‘আগুনের ফুলকি থেকে দেবীর শাড়ি ও চুল পুড়ে যায়।
এই ঘটনার কারণে গ্রামে চরম অকল্যাণ হতে পারে, এই আশঙ্কায় এলাকার পণ্ডিত ও পুরোহিতদের সঙ্গে আলোচনা করে ফের পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়।’ নতুন করে ঠাকুরের অর্ডার দিয়ে প্রতিমা তৈরি করিয়ে পুজো হল। পুরোহিত সুশান্ত কুমার ভট্টাচার্য জানান, ‘শাস্ত্রের পরিভাষায় ‘বিঘ্নশান্তি’ প্রক্রিয়ায় সংক্ষিপ্ত আকারে এই পুজো হল। প্রতিমা আনা থেকে বিসর্জন পর্যন্ত যদি কোনও বিঘ্ন ঘটে তার জন্য শান্তি করতে হয়। ষষ্ঠীতে দেবীর পুজো থেকে শুরু করে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সংক্ষিপ্ত আকারে একদিনেই তিনবার পূজার্চনা করা হল।’
❤ Support Us