Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৫, ২০২৪

হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন ভিনেশ, বজরং

আরম্ভ ওয়েব ডেস্ক
হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন ভিনেশ, বজরং

কুস্তির আখড়ায় লড়াইয়ের পাশাপাশি এবার রাজনীতির ময়দানেও সামিল হতে চলেছেন বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাট। আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়তে চলেছেন দুই অলিম্পিয়ান কুস্তিগির। বুধবার দিল্লিতে কংগ্রেস শীর্ষনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন বজরং ও ভিনেশ। কংগ্রেস সূত্রের খবর, দু–একদিনের মধ্যেই প্রার্থী হিসেবে দুজনের নাম ঘোষণা করা হবে।
৫ অক্টোবর হরিয়ানা বিধানসভার নির্বাচন। ইতিমধ্যেই ৯০টি আসনের মধ্যে ৬৬ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস। যদিও সরকারিভাবে প্রার্থী তালিকা এখনও ঘোষণা করা হয়নি। ৬৬ জনের প্রাথমিক তালিকায় বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাটের নাম নেই। বাকি যে কেন্দ্রগুলির জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি, তাক মধ্যে দুটি কেন্দ্রে দাঁড় করানো হবে বজরং ও ভিনেশকে। সূত্রের খবর, বাদলি আসনে প্রার্থী করা হতে পারে বজরং পুনিয়াকে। ভিনেশকে হয় তাঁর শ্বশুর বাড়ির এলাকা চরকি দাদরির বাঢড়া বিধানসভা কেন্দ্র অথবা জুলানা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হবে।
ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন ভিনেশরা। কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থা না নেওয়ায় দীর্ঘদিন দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিলেন কুস্তিগিররা। সেই সময় কংগ্রেসসহ অনেক রাজনৈতিক দল আন্দোলনরত কুস্তিগিরদের পাশে দাঁড়ায়। যদিও সেই সময় কুস্তিগিররা তাঁদের আন্দোলনে রাজনৈতিক রং লাগতে দেননি। শেষপর্যন্ত বজরং ও ভিনেশ রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিলেন। ইঙ্গিতটা অবশ্য পাওয়া গিয়েছিল কৃষক আন্দোলনের সময়ই। এই দুই কুস্তিগিরই কৃষকদের আন্দোলনে সামিল হয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন।
এবারের প্যারিস অলিম্পিক থেকে খালি হাতে ফিরতে হয়েছে। ফাইনালে উঠলেও পদক পাননি। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকার কারড়ে তাঁকে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। পদকের জন্য কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে মামলাও করেছিলেন। রুপো দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু তাঁর সেই আর্জি খারিজ হয়ে যায়। এবার হরিয়ানার সামাজিক অবস্থার উন্নতি ঘটানোর লক্ষ্যেই রাজনীতিতে নামছেন ভিনেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!