- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৪, ২০২৩
অলিম্পিক পদকজয়ী যোগেশ্বর বিশ্বাসঘাতক, ব্রিজভীষণের সহচর। মন্তব্য ফোগাটের

লন্ডন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির যোগেশ্বর দত্তর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন তারই সতীর্থ কুস্তিগির ভিনেশ ফোগাট। যোগেশ্বর দত্তকে ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের মেরুদণ্ডহীন দালাল বলে অভিহিত করেছেন।
সম্প্রতি এশিয়ান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ ট্রায়ালের জন্য ভিনেশ ফোগাটসহ আরও পাঁচজন কুস্তিগিরকে ছাড় দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন যোগেশ্বর দত্ত। তারই পরিপ্রেক্ষিতে লন্ডন অলিম্পিকে পদক জয়ী যোগেশ্বর দত্তকে কটাক্ষ করেছেন ভিনেশ ফোগাট। তিনি টুইটারে যোগেশ্বর দত্তকে আক্রমণ করে লিখেছেন, ‘পুরো কুস্তি বিশ্ব বুঝতে পারল ব্রিজভূষণ শরণ সিংয়ের থালা থেকে উচ্ছিষ্ট খাচ্ছে যোগেশ্বর দত্ত। ও ব্রিজভূষণের দালাল।’
পাশাপাশি ভিনেশ ফোগাট যোগেশ্বর দত্তকে বিশ্বাসঘাতক বলেও অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘ব্রিজভূষন শরণ সিংয়ের পা চাটার জন্য কুস্তি বিশ্ব যোগেশ্বর দত্তকে সব সময় মনে রাখবে।’ ভিনেশের অভিযোগ ব্রিজভূষণের বিরুদ্ধে যখন যৌন হেনস্তার অভিযোগ তোলা হয়েছিল, হেসে উড়িয়ে দিয়েছিলেন তদন্তকারী কমিটির অন্যতম সদস্য যোগেশ্বর দত্ত। মহিলা কুস্তিগিররা যখন কমিটির সদস্যদের সামনে ঘটনার বিবরণ দিত, তখন যোগেশ্বর তা শুনে হাসত। এমনকী শুনানির সময় যোগেশ্বর দত্ত মহিলা কুস্তিগিরদের নাকি বলেছিলেন, এসব হয়েই থাকে।
ভিনেশ ফোগাট আরও বলেছেন, ‘সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য নির্বাচনে যোগেশ্বর দত্ত দু’দুবার মুখ থুবড়ে পড়েছে। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে, জীবনে কখনও ও নির্বাচনে জিততে পারবে না। কারণ সমাজ সব সময় বিষাক্ত সাপ থেকে সতর্ক থাকে।’
❤ Support Us