- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৩, ২০২৪
প্যারিসের কোটা পেয়েও নিস্তার নেই, আবার ট্রায়ালে নামতে হবে ভিনেশ ফোগাটকে

প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করেও নিস্তার নেই ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটের। আবার তাঁকে ট্রায়ালে নামতে হবে। আর এই ট্রায়ালের আয়োজন করেছে ভারতীয় কুস্তি ফেডারেশন। অলিম্পিকে চূড়ান্ত দল বাছাইয়ের জন্য ১০ জুন ট্রায়াল অনুষ্ঠিত হবে।
আসলে অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য নয়, কোন বিভাগে নামবেন, তার জন্য ট্রায়াল দিতে হবে ভিনেশ ফোগাটকে। ভারতের পাঁচজন মহিলা এবং একজন পুরুষ কুস্তিগীর প্যারিস অলিম্পিকের কোটা পেয়েছেন। তবে চূড়ান্ত লাইন আপ নির্ধারণের জন্য ট্রায়াল অনুষ্ঠিত হবে। মহিলা কুস্তিগীরদের মধ্যে ভিনেশ ফোগাট ৫০ কেজি বিভাগে, অন্তিম পাঙ্গাল ৫৩ কেজি বিভাগে, অংশু মালিক ৫৭ কেজি বিভাগে, নিশা দাহিয়া ৬৮ কেজি বিভাগে এবং রীতিকা হুডা ৭৫ কেজি বিভাগে অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছে।
পাতিয়ালায় বিতর্কিত ট্রায়ালে ভিনেশ ফোগাট ৫৩ কেজি বিভাগে প্রথম চারে জায়গা করে নিয়েছিলেন এবং ৫০ কেজি বিভাগে শীর্ষে ছিলেন। ট্রায়ালের পর ভিনেশ জানিয়েছিলেন, তিনি ৫৩ কেজি বিভাগে ক্লাসে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিশকেকের এশিয়ান কোয়ালিফায়ারে ভিনেশ ৫০ কেজি বিভাগে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন। এখন দেখার বিষয় তিনি ৫০ কেজি বিভাগে স্থির থাকেন, ৫৩ কেজি বিভাগে অন্তিম পাঙ্গালকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেন।
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি সঞ্জয় সিং বলেছেন যে, ভিনেশকে ট্রায়ালে যে কোনও একটা ওজন বিভাগ বেছে নিতে হবে। তিনি বলেন, ‘আমরা বিশ্ব কুস্তি সংস্থার নিয়ম মেনে চলব। নিয়মে বলা আছে, একজন কুস্তিগীর শুধুমাত্র একটা ওজন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। ভিনেশকে ৫০ কেজি ও ৫৩ কেজির মধ্যে একটা বিভাগ বেছে নিতে হবে।’
সঞ্জয় সিং আরও বলেন, ‘১০ জুন নির্বাচন ট্রায়াল অনুষ্ঠিত হবে। কিছু কুস্তিগীর বিদেশে প্রশিক্ষণ নিচ্ছে এবং তারা ফিরে এলে আমরা ট্রায়ালের আয়োজন করব। শীর্ষ চারটি যোগ্য কুস্তিগীর থেকে একজন চ্যালেঞ্জার নির্বাচন করা হবে এবং কোটা বিজয়ীর সাথে তিনটি বাউট হবে। কোটা বিজয়ীকে একবার জিততে হবে। চ্যালেঞ্জারের কাছে হারলে সে আরও দুটি সুযোগ পাবে।’
প্যারিস অলিম্পিকে ভারতের পাঁচজন মহিলা প্রতিযোগী ছাড়া মাত্র একজন পুরুষ ফ্রিস্টাইল কুস্তিগীর সুযোগ পেয়েছেন। ৫৭ কেজি বিভাগে আমন সেহরাওয়াত যোগ্যতা অর্জন করেছেন।
❤ Support Us