Advertisement
  • দে । শ
  • মে ১৩, ২০২৪

ফের উত্তপ্ত মায়ানমার-মণিপুর সীমান্ত। বহু প্রাণহানির আশঙ্কা

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের উত্তপ্ত মায়ানমার-মণিপুর সীমান্ত। বহু প্রাণহানির আশঙ্কা

মুহুমুর্হু গুলি যুদ্ধে ফের উত্তপ্ত মণিপুর মিয়ানমার সীমান্ত এলাকা । ভারত মায়ানমার সীমন্তে মায়োথি উপনগরীর উপনগরীর অঞ্চল থেকেই মণিপুর সীমান্তের দিকে শুরু হয়েছে এই গুলি বর্ষণ ।

এক সপ্তাহ আগেই, মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন, মণিপুর সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বাড়ছে । রাজ্য প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যেই প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ মিয়ানমার সীমান্ত পেড়িয়ে ভারতে আশ্রয় নিয়েছে । বীরেন সিং-এর সরকার ‘অবৈধ অনুপ্রবেশকারীদের’ চিহ্নিত করে, তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে । এই মন্তব্যের পরই থেকেই ফের অশান্ত হয়ে ওঠে মণিপুর সীমান্ত অঞ্চল ।

মণিপুরের সংবাদ মাধ্যম উখরুল টাইমস এবং ইমফলের ফ্রি প্রেস সূত্রে জানা যাচ্ছে, মণিপুরের নিষিদ্ধ বিচ্ছিন্নতাবীদ সংগঠন গুলিই একজোট হয়ে গুলি যুদ্ধ শুরু করেছে । পিপিলস লিবারেশন আর্মি, মিয়ানমারের সশস্ত্র আদিবাসী সংগঠন, কে-চিন ন্যাশেনাল ফ্রন্ট, পিপলস ডিফেন্স ফোর্স, এনইউজির সমর্থকরাই ভারতীয় সীমান্ত লক্ষ্য করে গুলিবর্ষন শুরু করেছে । গত ৭ মে থেকেই উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের কামজোং এ শুরু হয় এই অশান্তি । স্থানীয়রা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, মে মাসের ৭-৮ তারিখ থেকেই পরস্পর গুলি বিনিময়ের শব্দ তারা শুনতে পেয়েছেন । উভয় পক্ষের এই খন্ড যুদ্ধে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন । ভারতীয় অঞ্চল থেকে কারা এই যুদ্ধে জড়িয়েছে সে সম্পর্কে স্পষ্ট তথ্য এখনো অজানা । তবে অঞ্চলটি যেহেতু মেইতি জনগোষ্ঠীর আধিপত্য আছে, ফলে পিপলস লিবারেশন আর্মির উপস্থিতি রয়েছে বলে স্থানীয়দের অনুমান ।

অন্যদিকে কামজোং এর ইয়ারিপোক বাজার এবং নাপিত পল্লিতে নতুন করে ভারতীয় সেনা মোতায়েনকে ঘিরেও শুরু হয়েছে সংঘর্ষ । শনিবার ভোর রাত থেকে সেখানেও সুরু হয়েছে গুলি যুদ্ধ । মিয়ানমার সীমন্তের ৯০ এবং ৯১ পিলারের কাছে ভারতীয় সেনার ওপর চড়াও হয় উত্তরপূর্বের বিচ্ছিন্নতাকীমী গোষ্ঠী । সেখানে প্রায় ৪০০ সশস্ত্র বিক্ষুব্ধ সেনাবাহিনীর ওপর চাড়াও হয়েছে বলে খবর ।

গত বছরই কুকি এবং মেইতি জনগোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে মণিপুর । সেখানকার মেইতি জনগোষ্ঠীর দাবি, সীমান্ত পেড়িয়ে অনুপ্রবেশকারীরা ঢুকে তাদের অধিকারকে বিপন্ন করছে । ওই যুদ্ধে প্রাণ হারিয়েছেন, ঘরছাড়া এখনো বহু মানুষ । সেখানে মণিপুরে ভোট মিটতেই আবারও উত্তপ্ত পরিস্থিতিকে ঘিরে আশঙ্কার মেঘ দেখছেন বিশেষজ্ঞরা । অন্যদিকে প্রতিবেশী মিয়ানমারে সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে, এদেশে যাঁরা আশ্রয় নিয়েছেন তাদেরকে মণিপুরের মুখ্যমন্ত্রী ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করায় তীব্র আপত্তি জানিয়েছে বেষ কয়েকটি আন্তর্জাতিক সংগঠন । তাদের মতে, রাজনৈতিক সংঘর্ষের শিকার হয়ে যাঁরা এদেশে এসে আশ্রয় নিয়েছে, তাদের জোড় করে সীমান্তের ওপরে পাঠানো ঠিক নয় । জেনেভার আন্তর্জাতিক সংগঠন জুরিষ্ঠের (ICJ) মতে এবিষয়ে ভারতের আন্তর্জাতিক মানবাধিকার বিধি মেনে চলা উচিত ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!