- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ১৮, ২০২৪
ফের রণক্ষেত্র মণিপুর। জাতিহিংসার তিন ঘটনার তদন্তে এনআইএ, যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। আজ আবার বৈঠকে বসছেন শাহ

জাতি সংঘর্ষ ঘিরে ফের রণক্ষেত্র মণিপুর । চাপ বাড়ছে দিল্লির । উত্তরপূর্বের রাজ্যের সাম্প্রতিক তিনটি ঘটনায় গণবিক্ষোভ বাড়ছে । মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের ওপর অনাস্থায় তড়িঘড়ি উত্তপ্ত মণিপুরকে শান্ত করতে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । অন্যদিকে মুখ্যমন্ত্রী বীরেন সিং এর সরকারের প্রতি ক্ষোভ উগড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি পাঠিয়েছে শরিক এনপিপি । মুখ্যমন্ত্রীর নিজের দলের বিধায়করাও পদত্যাগের হুমকি দিচ্ছেন । জনরোষের ভয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী বেপাত্তা । ইতিমধ্যেই জনরোষ নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন এক যুবক ।
NPP (National People’s Party) withdraws its support to the N. Biren Singh-led Government in Manipur with immediate effect. pic.twitter.com/iJ8VpPxWD2
— ANI (@ANI) November 17, 2024
গত ১১ অক্টোবর উত্তরপূর্বের এই রাজ্যে প্রশাসনের তরফে দাবি করা হয়, জিরিবাম জেলায় ১১ বিচ্ছিন্নতাবাদীকে নিকেশ করছে রাজ্য পুলিশ । এর প্রত্যেকেই কুকি জনগোষ্ঠীর সদস্য । মিথ্যা চক্রান্তের অভিযোগ তুলে জিরিমাবে, তিন শিশু সহ ছয়জন সাধারণ অধিবাসীকে অপহরণ করে জঙ্গি গোষ্ঠী । পরে সংলগ্ন রাজ্য অসমের নদীতে মেলে অপহৃতদের লাশ । নিহতেরা প্রত্যেকেই মেইতেই গোষ্ঠীর বলে জানা যায় । অশান্তি বাড়ে মেইতেই ও কুকির মধ্যে। রাজনৈতিক মহল থেকে জনসাধারণের মধ্যে চাপা থাকা সরকার বিরোধী ক্ষোভ ফের চাগাড় দিয়ে এঠে। শনিবার এবং রবিবার বিক্ষুব্ধ জনতা উত্তরপূর্বের এই রাজ্যের একাধিক মন্ত্রী ও বিজেপি বিধায়কদের বাড়িতে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার গভীর রাতে গুলি চালায় পুলিশ। জিরিবাম থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বে, বিক্ষোবরত এক যুবক তাতে প্রাণ হারান, আহত হন কয়েকজন। তারপরই উন্মত্ত জনতা হামলা চালায় সেখানকার বিভিন্ন বিজেপি ও কংগ্রেসের পার্টি অফিসে।
Terrible news from #Manipur today. Amid rumors surrounding those missing & imposing of AFSPA in six PS jurisdictions, several MLA houses torched, as well as fires at several locations.
Snapping of internet & imposition of curfew in 3 districts does little to stymie the violence pic.twitter.com/wTqeFx9W2j
— Dinakar Peri (@dperi84) November 16, 2024
মণিপুরে বিরোধী দল কংগ্রেসের নেতা ইবোবি সিংয় ইতিমধ্যেই, অগ্নিগর্ভ মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা এবং বর্তমান মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা বীরেন সিং এর পদত্যাগের দাবি জানিয়েছেন । তিনি সংবাদ মাধ্যমে বলেছেন, রাজ্যে সরকার ভেঙে দ্রুত নির্বাচন করা হোক । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২০০০ সেন্ট্রাল আর্মড ফোর্স মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে । মন্ত্রক সূত্রে খবর, শনি, রবিবারের পর মণিপুরের পরিস্থিতি পর্যালোচনায় সোমবারও উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন এবং আইবি ডিরেক্টর তপন ডেকাসহ শীর্ষ অফিসাররা ওই বৈঠকে হাজির থাকতে পারেন । ইতি মধ্যেই ১১ জঙ্গির এনকাউন্টার এবং ছয় অপহৃতের হত্যার বিষয়ে আলাদা আলাদ তদন্ত শুরু করেছে এনআইএ ।
Protests at several areas in Manipur’s capital Imphal after six bodies found. Three women and three children including an eight-month-old infant were kidnapped by suspected Kuki militants from Jiribam district on Monday. #Manipur #Jiribam pic.twitter.com/MDO9e7IU9r
— Debanish Achom (@debanishachom) November 16, 2024
জাতি সংঘর্ষের জেরে গত দু বছর ধরে অশান্ত মণিপুর । প্রাণ হারিয়েছেন রাজ্যের প্রচুর মানুষ । ঘরছাড়া বহু । সাম্প্রতিক ঘটনায় নতুন করে আন্ত:রাজ্য সীমানায় জিরি নদীর জিরিঘাট সেতু পার করে অসমে ঢুকতে শুরু করেছেন ঘরছাড়ারা । মণিপুরের বিভিন্ন অঞ্চলে নতুন করে লাগু করা হয়েছে কার্ফিউ । উদ্বিগ্ন অসম প্রশাসন । অসমের মুখ্যমন্ত্রী তথা উত্তরপূর্বাঞ্চলের বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা, পড়শি রাজ্যের পরিস্থিতির ওপর নজর রাখছেন ।
❤ Support Us