শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
আজ, ত্রিপুরায় বিধানসভা উপনির্বাচন । চার কেন্দ্রের উপনির্বাচনে নিরাপত্তার কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে লড়াই করছেন ২২ জন প্রার্থী। এর মধ্যে আগরতলা কেন্দ্রে ৬, টাউন বরদোয়ালি কেন্দ্রে ৬ এবং সুরমা ও যুবরাজনগর কেন্দ্রে ৫ জন করে প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণের তিন ঘণ্টার মধ্যেই বিশৃঙ্খলার অভিযোগ৷ আহত পুলিশ কর্মী সমীর সাহা। অভিযোগ, তাঁর পেটে ছুরি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে আগরতলা জিবি হাসপাতালে। তাঁর স্ত্রী সীমারানি সাহার অভিযোগ, এদিন সকালে ডিউটিতে যাওয়ার আগে সমীরবাবু ভোট দিতে যাচ্ছিলেন স্থানীয় ভোটগ্রহণ কেন্দ্রেই৷ সেই সময়ে তাঁকে রাস্তায় ঘিরে ধরে বেশ কয়েকজন৷ বলা হয়, ভোট দিতে যাওয়া যাবে না৷ এরপরেই শুরু হয় তর্কাতর্কি, ধাক্কাধাক্কি। সেই সময় সমীরবাবুর পেটে ছুরি মারা হয়৷ গুরুতর আহত অবস্থায় সমীর সাহাকে নিয়ে আসা হয় আগরতলা জিবি হাসপাতালে৷ সেখানেই তার অপারেশন চলছে।
ভোটগ্রহণের তিন ঘণ্টার মধ্যেই বিশৃঙ্খলার অভিযোগ৷ আহত পুলিশ কর্মী সমীর সাহা।
এক সাংবাদিকদের উপর হামলা চালায়েছে দুষ্কৃতীরা । বিভিন্ন ভিডিও এবং প্রতিবেদনে উল্লেখ, বিজেপি কর্মীরা বিভিন্ন ভোটকেন্দ্র দখল করছেন এবং সাংবাদিকদের উপর নির্বিচারে হামলা করছেন। বিজেপি-সমর্থিত গুন্ডারাও ভোটারদের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ।
এই নির্বাচনে সর্বমোট ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরাও। রাজ্যের চার কেন্দ্রের জন্য চালু করা হয়েছে ভোটার হেল্পলাইন। ফোনে ও হোয়াটসঅ্যাপে জানানো যাবে অভিযোগ। সাহায্য চাওয়া যাবে নির্বাচন সংক্রান্ত।আগরতলা কেন্দ্রে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, এসইউসিআই ও নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রেই রয়েছেন কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী সুদীপ রায় বর্মণ এবং বিজেপির অশোক সিনহা। টাউন বরদোয়ালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই ও নির্দল প্রার্থীর মধ্যে লড়াই হবে। এই কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, কংগ্রেসের প্রার্থী আশিষ সাহা ৷ ফলে এই দুই কেন্দ্র নিয়ে আগ্রহ দানা বেঁধেছে রাজনৈতিক মহলে।
রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে ২২ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১ লাখ ৮৯ হাজার ৩২ জন ভোটার৷ এর মধ্যে আগরতলা কেন্দ্রে ভোটারের সংখ্যা ৫১৭৩৯, টাউন বরদোয়ালি কেন্দ্রে ৪৬৬২২, সুরমা কেন্দ্রে ৪৭৩০০ আর যুবরাজনগর কেন্দ্রে ভোটার ৪৩৩৭১ জন। রাজ্যের এই চার কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা বেশি, ৯৫৩৮৯ জন ৷ পুরুষ ভোটারের সংখ্যা ৯৩৬৩৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৫ জন ৷ রাজ্যের চার কেন্দ্রে মোট ২২১টি পোলিং স্টেশন আছে। এর মধ্যে ১১১টি শহরাঞ্চলে আর ১১০ টি পোলিং স্টেশন আছে গ্রামাঞ্চলে। সুরমায় ৬০ টি পোলিং স্টেশন আছে। টাউন বরদোয়ালিতে আছে ৫৬ টি পোলিং স্টেশন। আগরতলাতে আছে ৫৫টি পোলিং স্টেশন ও যুবরাজনগরে আছে ৫০টি পোলিং স্টেশন।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34