Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৬, ২০২৩

আকোলার পর উত্তপ্ত জম্মুও! মৃত ১ আহত ১০। দ্য কেরালা স্টোরি ঘিরে বাড়ছে বি্দ্বেষ

আরম্ভ ওয়েব ডেস্ক
আকোলার পর উত্তপ্ত জম্মুও! মৃত ১ আহত ১০। দ্য কেরালা স্টোরি ঘিরে বাড়ছে বি্দ্বেষ

আশঙ্কাকে সত্যি প্রমাণ করে সাম্প্রদায়িক সংঘাতের সূচনা করল ‘দ্য কেরালা স্টোরি’। দুই গোষ্ঠীর সংঘাতে উত্তপ্ত মহারাষ্ট্রের আকোলা। গত দুদিনের হিংসার বলি ১ । আহত আত জন । তাঁদের মধ্যে একজন মহিলা পুলিশ কনস্টেবলও রয়েছেন। জায়গায় জায়গায় অশান্তি ঠেকাতে জারি করা হয়েছে কার্ফু। মোবাইল ও ইন্টার নেট পরিষেবা বন্ধ। কাশ্মীরের পরিস্থিতিও ভালো নয়। সেখানেও বিতর্কিত ছবিটিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এখনও পর্যন্ত দুজন মেডিক্যাল পড়ুয়ার জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে।

মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে আকোলার দুজন স্থানীয় বাসিন্দার কথোপকথনের একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। যাকে কেন্দ্র করে বিতর্ক দেখা দেয়। একদলের অভিযোগে ভিডিওটির মাধ্যমে তাঁদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদ জানাতে শনিবার স্থানীয় থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। দাবি করা হয়, যারা ঘটনার সঙ্গে যুক্ত, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। পুলিশ তাঁদের তদন্তের আশ্বাস দিলেও তাঁরা তাঁদের বিক্ষোভ অব্যাহত রাখেন। ক্রমশ পরিস্থিতি আরো খারাপ হয়।ক্ষিপ্ত আন্দলনকারীরা অনেক দোকানে ও গাড়িতে আগুন কাগিয়ে দেন। ভাঙচুর চালানো হয় একাধিক রেঁস্তরা ও সরকারি দফতরে । বহু চেষ্টা করেও নিয়ন্ত্রনে আনা যায়নি পরিস্থিতি। । দু পক্ষের সংঘাতে মৃত্যু হয় এক চল্লিশ বছরের ব্যক্তি। আহত ও হন একাধিক। মুখ্যমন্ত্রী একানাথ শিণ্ডে সকলকে শান্ত থাকতে অনুরোধ করেছেন । বলেছেন, অশান্তি থেকে দূরে রাখতে। হিংসা মোকাবিলায় তার সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।

মুক্তির বহু আগে থেকেই বিতর্ক দ্য্য কেরালা স্টোরি-র নিত্যসঙ্গী। অনেকেই যেমন ছবিটির প্রশংসা করছেন , তেমনই অনেকের মতে এটি একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত  প্রচার। একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে কালিমালিপ্ত করে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে এমন ছবি নির্মাণ করা হয়েছে। কংগ্রেস সহ  অন্যান্য বিরোধীরা কেরালা স্টোরি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব।  ক্ষমতার বলে বলীয়ান তৃণমূল  ইতিমধ্যে নিজের রাজ্যে ছবিটির প্রদর্শন  নিষিদ্ধ ঘোষণা করেছেন। যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন ছবির নির্মাতারা। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ,  হরিয়ানা আবার  ছবিটি করমুক্ত ঘোষণা করেছে। যা আরো বাড়াচ্ছে -কেন্দ্র রাজ্যের দূরত্ব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!