Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • নভেম্বর ২১, ২০২৩

সেরা কমেডির জন্য আন্তর্জাতিক এমি পুরস্কার জিতলেন বীর দাস

আরম্ভ ওয়েব ডেস্ক
সেরা কমেডির জন্য আন্তর্জাতিক এমি পুরস্কার জিতলেন বীর দাস

আবার ভারতের ঝুলিতে এল আন্তর্জাতিক পুরস্কার। কমেডিতে এমি পুরস্কার জিতলেন ভারতীয় কমেডিয়ান বীর দাস। তবে এককভাবে নয়, ডেরি গার্লসের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার জিতেছেন তিনি। নেটফ্লিক্সের কমেডি শো, ‘‌বীর দাস:‌ ল্যান্ডিং’‌–এর জন্য এমি পুরস্কার পেয়েছেন এই ভারতীয় কমেডিয়ান। বীর দাস ছাড়াও এমি পুরস্কার জিতেছেন একতা কাপুর। তবে তিনি ডিরেক্টরিয়াল পুরস্কার জিতেছেন।
২০২৩ এমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হল নিউইয়র্কে। অনুষ্ঠানে বিশ্বের বিখ্যাত শিল্পীরা হাজির ছিলেন। এবারের এমি পুরস্কারের জন্য তিনজন ভারতীয় মনোনয়ন পেয়েছিলেন। এরা হলেন কমেডিয়ান বীর দাস, অভিনেত্রী শেফালি শাহ এবং ডিরেক্টর একতা কাপুর। নেটফ্লিক্সের কমেডি শোয়েরর জন্য এমি পুরস্কার জিতেছেন বীর দাস। তবে ডেইরি গার্লসের সঙ্গে যুগ্মবাবে। প্রথম কোনও ভারতীয় কমেডিয়ান আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার পেলেন। এই নিয়ে দ্বিতীয়বার এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন বীর দাস।
ইনস্টাগ্রামে এমি পুরস্কারের ট্রফি নিয়ে ছবি শেয়ার করেছেন বীর দাস। লিখেছেন, ‘‌এই ট্রফি ভারতের জন্য। ভারতীয় কমিডির জন্য। প্রত্যেকটা শ্বাস, প্রত্যেকটা শব্দের জন্য। আমাকে এই দুর্দান্ত সম্মান দেওয়ার জন্য আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসকে ধন্যবাদ।’‌ বীর দাস আরও বলেন, ‘‌বীর দাস:‌ ল্যান্ডিংয়ের জন্য সেরা কমেডির পুরস্কার পেয়ে আমি কৃতজ্ঞতা জানাই দলরেল প্রত্যেক সদস্যকে। আমার দলের সদস্য ও নেটফ্লিক্স ছাড়া সম্ভব হত না। এই পুরস্কারটি শুধু আমার কাজের স্বীকৃতি নয়, ভারতের বিভিন্ন গল্প ও কন্ঠের উদযাপন গল্প। যা আমাদের হাসায়, প্রতিফলিত করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে একত্রিত করে। এটা ভারতের কমেডির বৃহত্তর শিল্পী সম্প্রদায়ের জন্য।’‌
‘‌বীর দাস:‌ ল্যান্ডিং’‌ কমেডি সিরিজে হাসির মোড়কে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভারত ও মার্কিন সংস্কৃতির মিশ্রণ তুলে ধরেছেন বীর দাস। তিনি বেশ কয়েকটা সিনেমাতেও অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘‌দিল্লি বেলি গো’‌, ‘গো ‌গোয়া গন’‌, ‘‌সাদি কা সাইড এফেক্ট’‌, ‘‌হাসমুখ’‌ প্রবৃতি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!