- ভা | ই | রা | ল
- সেপ্টেম্বর ৭, ২০২২
সাদামাটা জীবন জাগাভাল শ্রীনাথের, ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষার ছবি ভাইরাল

বরাবরই সাদামাটা জীবনযাপন করতেন জাগাভাল শ্রীনাথ। খেলা ছাড়ার পরও পরিবর্তন হয়নি। সেক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রাক্তন ক্রিকেটার এখন আইসিসি–র ম্যাচ রেফারি জাগাভাল শ্রীনাথ। নিজেকে লো–প্রোফাইলই করে রেখেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দারুণ ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা গেছে কর্ণাটকের একটি রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন শ্রীনাথ। তাঁর সেই ছবি নেটিজেনদের মন জয় করেছে৷
আশু সিং নামে একজন লিঙ্কডইন ব্যবহারকারী শ্রীনাথের একটা ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গেছে মাইসুরু রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন শ্রীনাথ। পরনে একটি ব্যাকপ্যাক এবং তাঁর জামা ঘামে ভিজে গেছে। সেই অবস্থায় একজন ভক্তর সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ছবিতে ক্যাপশন লেখা আছে, ‘জাগাভাল শ্রীনাথ মাইসুরু রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। এই দুর্দান্ত বোলার কতটাই সহজ। আমাদের প্রজন্মের সেরাদের একজন। এখনকার ক্রিকেটাররা তো বিমানে ভ্রমন ছাড়া ভাবতেই পারেন না।’
দিন তিনেক আগে আগে পোস্ট করা এই ছবিটি ইতিমধ্যেই ৪১ হাজার লাইক পেয়েছে। অনেক নেটিজেন শ্রীনাথের সাথে দেখা করার তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং তাঁর সরলতার প্রশংসা করেছেন। বেঙ্গালুরুর এক বাসিন্দা লিখেছেন, ‘আমি জেপি নগরে শ্রীনাথের বাড়ি থেকে ৫০০ মিটার দূরে থাকি। আশেপাশের এলাকায় চলাচলের সময় অনেকবার তাঁর সাথে ধাক্কা খেয়েছি। তিনি সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ান এবং নিজের সমস্ত কাজ নিজেই করেন। অনেক সময় আমি আশ্চর্য হই যে তিনি নিজেই জাভাগাল শ্রীনাথ।’
একজন লিখেছেন, ‘জাগাভাল শ্রীনাথ সর্বকালের সবচেয়ে বিনয়ী এবং সম্মানিত ক্রিকেটার। আমি নিজে তাঁকে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে মহীশূর যাওয়ার কর্ণাটক সরকারের পরিবহন সংস্থার বাসে উঠতে দেখেছি।’ অন্য আর একজন পোস্ট করেছেন, ‘শ্রীনাথের অবসরের পর আমি একবার তাঁকে মহীশূর–বেঙ্গালুরু শতাব্দী এক্সপ্রেসে তাঁকে ভ্রমন করতে দেখেছি। সরলতা এবং নিরহঙ্কার চরিত্র হল সেই ব্যক্তিদের ব্যক্তিত্বের মতো বৈশিষ্ট্য যারা তাদের নির্বাচিত পেশায় জীবনে কিছু বাস্তব অর্জন করেছে।’
❤ Support Us