- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১১, ২০২৩
সামনে কঠিন টার্গেট, তবুও ভারতকে স্বপ্ন দেখাচ্ছেন কোহলি–রাহানে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম দিন থেকেই চাপে ছিল ভারত। চতুর্থ দিনেও সেই চাপ থেকে বেরিয়ে আসতে পারেননি। পাহাড়প্রমাণ চাপের মধ্যেও ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন বিরাট কোহলি। ভারতের সামনে জয়ের জন্য ৪৪৪ রানের টার্গেট রেখেছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শেষে ভারত তুলেছে ১৬৪/৩। জিততে গেলে শেষ দিনে ভারতের প্রয়োজন ২৮০ রান। হাতে ৬ উইকেট। কাজটা কঠিন হলেও কোহলি ও রাহানের ব্যাটই ভরসা।
৪ উইকেটে ১২৩ রান হাতে নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই লাবুশেনকে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন উমেশ যাদব। ১২৬ বলে ৪১ রান করে আউট হন লাবুশেন। লাবুশেন আউট হওয়ার পর অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যাচ্ছিলেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। জুটি ভাঙতে রবীন্দ্র জাদেজার হাতে বল তুলে দেন রোহিত শর্মা। গ্রিনকে বোল্ড করেন জাদেজা। ৯৫ বলে ২৫ রান করে আউট হন গ্রিন।
গ্রিন যখন আউট হন, অস্ট্রেলিয়ার রান তখন ১৬৭/৬। এরপর দুরন্ত ব্যাটিং করে ৯৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক। স্টার্ককে তুলে নিয়ে জুটি ভাঙেন মহম্মদ সামি। ৫৭ বলে ৪১ রান করেআউট হন তিনি। প্যাট কামিন্স ৫ রান করে আউট হতেই ইনিংস সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়া। সেই সময় তাদের রান ৮ উইকেটে ২৭০। ১০৫ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। রবীন্দ্র জাদেজা ৫৮ রানে ৩ উইকেট নেন। ৩৯ রানে ২ উইকেট নেন মহম্মদ সামি। ৫৪ রানে ২ উইকেট নেন উমেশ যাদবও। মহম্মদ সিরাজ ৮০ রানে ১ উইকেট নেন।
চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৪৪৪ রানের লক্ষ্য যথেষ্ট কঠিন। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। অস্টম ওভারের প্রথম বলে শুভমান গিলকে (১৮) তুলে নেন স্টক বোল্যান্ড। তাঁর বলে স্লিপে বাঁদিকে ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন। এই ক্যাচ নিয়ে বিতর্ক রয়েছে। টিভি রিপ্লেতে দেখা যায়, গ্রিন যখন ক্যাচ ধরেন, বল মাটি স্পর্শ করেছে। শুভমান আউট হওয়ার পর ভারতকে টেনে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও চেতেশ্বর পুজারা। নাথান লায়ন এসে জুটি ভাঙেন। ২০ তম ওভারে তাঁর বলে এলবিডব্লিউ হন রোহিত শর্মা। ৬০ বলে ৪৩ রান করে তিনি আউট হন। পরের ওভারেই পুজারাকে তুলে নেন প্যাট কামিন্স। ৪৭ বলে ২৭ রান করে আউট হন পুজারা। ভারতের রান তখন ৯৩।
পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর জ্বলে ওঠেন বিরাট কোহলি। তাঁকে সঙ্গ দেন অজিঙ্কা রাহানে। এই জুটিই ভারতে লড়াইয়ে রাখে। চতুর্থ দিনের শেষে ভারত তুলেছে ১৬৪/৪। ৬০ বলে ৪৪ রান করে ক্রিজে রয়েছেন কোহলি। সঙ্গে রাহানে (২০)।
❤ Support Us