- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৬, ২০২৩
রোহিতদের জার্সিতেও ঢুকে গেল গেরুয়া রঙ!

সাদা বলের ক্রিকেটে নীল জার্সি গায়েই মাঠে নামে ভারত। সেই জার্সির রং বদলানোর কোনও সম্ভাবনা নেই। তবে প্র্যাকটিস জার্সিতে বদলের সুযোগ হাতছাড়া করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেও গেরুয়া রংয়ের আগমন। অনুশীলন জার্সিতে চমক ভারতীয় ক্রিকেট দলের। বৃহস্পতিবার চেন্নাইয়ে গেরুয়া জার্সিতে অনুশীলনে হাজির হন রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। হালকা নীল রংয়ের জার্সি ছেড়ে হঠাৎ কেন গেরুয়া জার্সি, এই নিয়ে প্রশ্ন উঠছে।
চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেছে প্রস্তুতি। অনুশীলনে চিরাচরিত হালকা নীল রঙের জার্সিতে দেখা যায়নি রোহিত শর্মাদের। গেরুয়া রঙের জার্সি হায়ে অনুশীলন করে ভারতীয় দল। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ কেউ লিখেছেন, ‘আগেই ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণে নিয়েছে বিজেপি। এবার জাতীয় দলের ক্রিকেটারদের জার্সিতেও গেরুয়া!’ একজন আবার লিখেছেন, ‘রোহিতরা এখন বিজেপি–র পতাকাবাহক।’
ভারতীয় দলের অবশ্য এদিকে নজর দেওয়ার সময় নেই। প্রস্তুতিতে মগ্ন। চিপকের বাইশ গজ বরাবরই স্পিনারদের সাহায্য করে আসে। সেকথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তিন স্পিনার নিয়ে মাঠে নামার পরিকল্পনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। টিম ম্যানেজমেন্ট চাইছে ঘরের মাঠে রবিচন্দ্রন অশ্বিনকে সুযোগ দিতে। তাহলে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হবেন তিনি। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অশ্বিনের ট্র্যাক রেকর্ডও খুব ভাল।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজেও দুটি ম্যাচে ভাল বোলিং করেছিলেন অশ্বিন। তাঁর বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের রেকর্ড ভাল নয়। অশ্বিনকে যদি খেলানো হয়, সেক্ষেত্রে শার্দুল ঠাকুর প্রথম একাদশে সুযোগ পাবেন না। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের সঙ্গে জোরে বোলিং সামলাবেন হার্দিক পান্ডিয়া।
❤ Support Us