Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১০, ২০২২

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি২০ ক্রিকেটে ৪ হাজার রানের মাইলস্টোনে পৌঁছলেন কোহলি

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি২০ ক্রিকেটে ৪ হাজার রানের মাইলস্টোনে পৌঁছলেন কোহলি

ব্যাট হাতে ক্রিজে নামলেই নজির গড়া অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট কোহলি। চলতি বিশ্বকাপেই টপকে গেছেন টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী মাহেলা জয়বর্ধনে। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে পৌঁছে গেলেন আর এক মাইলস্টোনে। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ৪ হাজার রানের মালিক হয়ে গেলেন কিং কোহলি।
ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে বিরাট কোহলির রান ছিল ৩৫৫৮। অর্থাৎ আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ৪ হাজার রানের মাইলস্টোনে পৌঁছতে গেলে মাত্র ৪২ রান দরকার ছিল কোহলির। ১৫ তম ওভারে আদিল রশিদের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ৪ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে যান তিনি। এদিন ৫০ রান পূর্ণ করার পরেই আউট হন। ১১৫ টি২০ ম্যাচে ১০৭ ইনিংসে কোহলির মোট রান ৪০০৮। গন ৫২.‌৭৩। তাঁর সেঞ্চুরির সংখ্যা ১টি। হাফ সেঞ্চুরি করেছেন ৩৭টি। সর্বোচ্চ রান অপরাজিত ১২২। টি২০ ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১৩৭.‌৯৬।
টি ২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের বিচারে কোহলির পরেই রয়েছেন রোহিত শর্মা। তিনি করেছেন ৩৮৫৩। তৃতীয় স্থানে রয়েছেন মার্টিন গাপটিল। তিনি করেছেন ৩৫৩১। ৩৩২৩ রান করে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পঞ্চম স্থানে রয়েছেন পল স্টার্লিং। তিনি করেছেন ৩১৮১।
এর আগে গ্রুপ লিগে বিরাট কোহলি টি ২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান করার নজির গড়েন। মহেলা জয়বর্ধনের রেকর্ড ভেঙে দিয়ে তিনি টি ২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন। নিজের প্রিয় মাঠ অ্যাডিলেড ওভালেই বাংলাদেশের বিরুদ্ধে সুপার ১২–র ম্যাচে সেই কৃতিত্ব স্পর্শ করেছিলেন কোহলি। টি২০ বিশ্বকাপে এই মুহূর্তে তাঁর রান ১১৪১। ২৭ ম্যাচে ২৫টি ইনিংসে তিনি এই রান করেছেন। দ্বিতীয় স্থানে থাকা মাহেলা জয়বরর্ধনের রান ১০১৬।
এদিন অ্যাডিলেড ওভালে আরও একটা কৃতিত্ব স্পর্শ করেছেন বিরাট কোহলি। ছাপিয়ে গেছেন কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারাকে। অ্যাডিলেড ওভালে বিদেশি ব্যাটারদের মধ্যে এতদিন সর্বোচ্চ রান ছিল ব্রায়ান লারা। ১৫ ইনিংসে তিনি করেছিলেন ৯৪০। আর বিরাট কোহলি ১৫ ইনিংসে করলেন ৯৫০।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!