Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২, ২০২২

টি২০ বিশ্বকাপে বিশ্বরেকর্ড কোহলির, টপকে গেলেন শচীনকেও

আরম্ভ ওয়েব ডেস্ক
টি২০ বিশ্বকাপে বিশ্বরেকর্ড কোহলির, টপকে গেলেন শচীনকেও

আন্তর্জাতিক ম্যাচে প্রায় ৩ বছর ব্যাটে সেঞ্চুরি ছিল না। আইপিএলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। চারিদিকে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। তারপর এশিয়া কাপে নিজের ছন্দ খুঁজে পান। আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিশ্বকাপে সেই দুর্দান্ত ফর্ম অব্যাহত। টি২০ বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন কোহলি। এছাড়াও গড়ে ফেললেন একাধিক নজির। ভেঙে দিলেন শচীন তেন্ডুলকারের রেকর্ডও।
এতদিন টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক ছিলেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। তাঁর মোট রান ছিল ১০১৬। ৩১ ম্যাচখেলে জয়বর্ধনে এই রানে পৌঁছেছিলেন। বুধবার অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে জয়বর্ধনের সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি। জয়বর্ধনের রেকর্ড ভাঙতে কোহলি নিলেন ২৩ ইনিংস। ২০১২ সালে প্রথম টি২০ বিশ্বকাপ খেলেন কোহলি। ওই বিশ্বকাপে তিনি করেছিলেন ১৮৫ রান। ২০১৪ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী হন। ২০১৬ সালের বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন কোহলি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগের ম্যাচে কোহলি বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি২০ বিশ্বকাপে ১ হাজার রান পূর্ণ করেছিলেন। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে জয়বর্ধনের রান টপকে গেলেন জীবনের ৩৬তম টি২০ হাফ সেঞ্চুরি করে। কোহলি টি২০ বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলছেন। ২৩ ইনিংসে তাঁর রান ১০৬৫। টি২০ বিশ্বকাপে কোহলির সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৯। গড় ৮৮.৭৫, স্ট্রাইক রেট ১৩২.৪৬। ১৩টি হাফ সেঞ্চুরি রয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে কোহলি ৮টি ৪ ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। চলতি টি২০ বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় অর্ধশতরান। এই ইনিংস খেলার ফাঁকেই তিনি টপকে গেলেন শচীন তেন্ডুলকারের রেকর্ডকে। ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক রানের নজির এখন কোহলির দখলে। শচীন অস্ট্রেলিয়ার মাটিতে ৮৪টি ইনিংস খেলে ৩৩০০ রান করেছিলেন। ৬৮টি ইনিংস খেলে কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে ৩৩৫০ রান করে ফেললেন। টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রানের মালিক কোহলি। ১১৩ টি২০ আন্তর্জাতিকে ১০৫ ইনিংসে ৩৯৩২ রান করেছেন। গড় ৫৩.১৩, স্ট্রাইক রেট ১৩৮.৪৫। ১টি শতরান ও ৩৬টি অর্ধশতরান রয়েছে। চলতি টি২০ বিশ্বকাপে তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁয়ে ফেলতে পারেন টি২০ আন্তর্জাতিকে চার হাজার রানের মাইলস্টোন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!