- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৬, ২০২৩
টিম হোটেলে কেক কেটে জন্মদিন উদযাপন কোহলির
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে মাঠে নামার আগের দিন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, ব্যক্তিগত মাইলফলকের দিকে বিরাট কোহলির কোন নজর নেই। দেশকে বিশ্বকাপ এনে দেওয়ায় তাঁর মূল লক্ষ্য। জন্মদিন নিয়ে ম্যাচের আগের দিন কোনও রকম আবেগে ভেসে যাননি বিরাট কোহলি। ইডেনে সেঞ্চুরি করে শচীন তেন্ডুলকারকে স্পর্শ করেও নিজেকে নির্লিপ্ত রেখেছিলেন। ম্যাচ শেষে টিম হোটেলে ফিরেও সেই একই ছবি। তবে সতীর্থদের অনুরোধে কেক কাটতেই হয় বিরাট কোহলিকে। একইসঙ্গে কেক কেটে ম্যাচের সেরা হওয়ার সেলিব্রেশন রবীন্দ্র জাদেজার।
রবিবার ছিল বিরাট কোহলির ৩৫তম জন্মদিন। নিজের জন্মদিনে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিলেন ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়ক। জন্মদিন স্মরণীয় করে রাখার মঞ্চ প্রস্তুত ছিল রবিবাসরীয় ইডেনে। সেই মঞ্চ দারুণভাবেই কাজে লাগিয়েছেন ‘কিং কোহলি’। দুর্দান্ত সেঞ্চুরি করে শচীনের ৪৯তম একদিনের সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন। একদিকে যেমন নিজের সেঞ্চুরি, অন্যদিকে দলের জয়। ম্যাচ শেষে রাতে টিম হোটেলে ফিরেই হল বিরাটের জন্মদিন উদযাপন।
কোহলির জন্মদিন উপলক্ষে রবিবার টিম হোটেলে আগে থেকেই কেক আনা ছিল। এছাড়া আরও একটা কেক রাখা ছিল ।যেটা প্রত্যেক ম্যাচেই রাখা থাকে। এই কেকটা ম্যাচের সেরা ক্রিকেটার এসে কাটেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের সেরা পুরস্কার পান রবীন্দ্র জাদেজা। টিম হোটেলে ঢুকেই তিনি প্রথমে কেক কাটেন। তারপর খাইয়ে দেন কোহলিকে। পাশে আরও একটা বড় কেক রাখা ছিল কোহলির জন্য। সেই কেট কেটে জন্মদিন সেলিব্রেশন করেন কোহলি।
টিম হোটেলে বিরাট কোহলির জন্মদিন পালনের ছোট্ট অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, সহ–সভাপতি রাজীব শুক্লা প্রমূখ। জন্মদিন উপলক্ষে কোহলির হাতে সিএবি–র পক্ষ থেকেও বিশেষ উপহার তুলে দেয়া হয়। সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি কোহলির হাতে সোনার ব্যাট তুলে দেন।
নিজের জন্মদিন সেঞ্চুরি করে স্মরণীয় করে রাখলেও মাঠকর্মীদের ভুলে যাননি বিরাট কোহলি। ম্যাচ শেষে ইডেনের মাঠকর্মীদের ধন্যবাদ জানান। একইসঙ্গে প্রতিটি গ্রুপের সঙ্গে আলাদা আলাদাভাবে ছবিও তোলেন। জন্মদিনের শেষ মুহূর্তটা এইভাবেই কাটান কোহলি। মাঠকর্মীদের সঙ্গে তাঁর ছবি তোলার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।
❤ Support Us