Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৭, ২০২৩

আইপিএলে বিরাট নজির, পৌঁছে গেলেন ৭ হাজার রানের মাইলস্টোনে

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিএলে বিরাট নজির, পৌঁছে গেলেন ৭ হাজার রানের মাইলস্টোনে

ব্যাট হাতে তিনি মাঠে নামলেই তৈরি হয় একের পর এক নজির। চলতি আইপিএলে আরও একটা মাইলস্টোনে পৌঁছে গেলেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রান পূর্ণ করলেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামার আগে ৭ হাজার রানের মাইলস্টোনে পৌঁছতে ১২ রান বাকি ছিল কোহলির। এদিন ইনিংসের দ্বিতীয় ওভারে অক্ষর প্যাটেলের বলে বাউন্ডারি হাঁকিয়ে ৭ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে যান বিরাট কোহলি। ‌

আগেই আইপিএলে সর্বাধিক রান করার রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। ভেঙে দিয়েছিলেন শিখর ধাওয়ানের রেকর্ড। এদিন ৭ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে গেলেন। আইপিএলে সর্বোচ্চ রানের দিক দিয়ে কোহলির পরে রয়েছেন শিখর ধাওয়ান। তাঁর রান ৬৫৩৬। তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁর সংগ্রহে রয়েছে ৬১৮৯। আর ৬০৬৩ রান করে চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা। আর কোনও ব্যাটার ৬ হাজারের বেশি রান করতে পারেননি।

চলতি আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন কোহলি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে ৬টি হাফ সেঞ্চুরি করে ফেললেন। ১০ ম্যাচে ৩৭৬ রান করেছেন কোহলি। গন ৪৭। স্ট্রাইক রেট ১৩৬.‌৭৩। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৬ বলে ৫৫ রান করে আউট হন কোহলি। এদিন প্রিয় ছাত্রের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।

যদিও এই ম্যাচে ফিলিপ সল্টের দুরন্ত ব্যাটিংএ ভর করে ম্যাচ জিতে নেয় দিল্লি। পরপর ম্যাচ হেরে প্লে অফের লড়াই থেকে অনেকটাই দুরে সরে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে হারলেই সব সম্ভাবনা শেষ হয়ে যেত। মরণবাঁচন ম্যাচে বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল দিল্লি। প্রথমে ব্যাট করে ১৮১/‌৪ তোলে বেঙ্গালুরু। জবাবে ১৬.‌৪ ওভারে ১৮৭/‌৩ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!