Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৬, ২০২৪

নির্বাসনের হাত থেকে বেঁচে গেলেন কোহলি, তবে জরিমানার কবলে

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্বাসনের হাত থেকে বেঁচে গেলেন কোহলি, তবে জরিমানার কবলে

সিডনিতে শেষ টেস্টে খেলতে পারবেন তো বিরাট কোহলি। আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আশঙ্কা কেটে গেল। নির্বাসনের হাত থেকে বেঁচে গেলেন। মেলবোর্ন টেস্টে সাম কনস্টাসকে ধাক্কা মারার অপরাধে কোহলির জরিমানা ধার্য করল আইসিসি। পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হল কোহলির নামের পাশে। ডিমেরিট পয়েন্ট বেশি হলেই নির্বাসনের মুখে পড়তেন কোহলি।
মেলবোর্ন টেস্টের প্রথমদিন অস্ট্রেলিয়ার ইনিংসের দশম ওভারের শেষে কনস্টাসকে অতিক্রমের সময় কোহলি কাঁধ দিয়ে ধাক্কা দেন। এরপর বাদানুবাদে ‌জড়িয়ে পড়েন দুজনে। দিনের খেলার শেষে কনস্টাস বলেন, ‘‌আমার নজর ছিল গ্লাভসের দিকে। কোহলি ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারেননি। এটা নিছকই দুর্ঘটনা। ক্রিকেটে এটা হতেই পারে।’‌ মাঠের বিষয়কে কনস্টাস মাঠেই রেখে আসার কথা বললেও রিকি পন্টিং, মাইকেল ভনরা কোহলির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ইচ্ছাকৃতভাবে কিংবা হাঁটা বা দৌড়নোর সময় অনিচ্ছাকৃতভাবে কোনও ক্রিকেটারকে বা আম্পায়ারকে কাঁধ দিয়ে ধাক্কা মারলে তা অপরাধ হিসেবে গণ্য হয়। আইসিসি–র আচরণবিধির ২.১২ ধারায় এই সংক্রান্ত স্পষ্ট বিধিনিষেধ রয়েছে। আচরণবিধি লঙ্ঘনের পরিমাপ করে আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে শাস্তি নির্ধারণ করেন ম্যাচ রেফারি। আইসিসি–র পক্ষ থেকে এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর, কোহলির ম্যাচ ফি–র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সঙ্গে যোগ হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।
কোহলিকে নির্বাসনের কবলে পড়তে হবে কিনা, তা নিয়ে জল্পনা চরমে উঠেছিল। নির্বাসনের আশঙ্কা ছিলই। তবে আপাতত জরিমানার উপর দিয়েই বিষয়টি গেল। আজ ম্যাচ চলাকালীন বিরাট কোহলির মেজাজ ছিল বেশ চড়া। আগ্রাসী বডি ল্যাঙ্গুয়েজে দলকে চাঙ্গা রাখছিলেন কঠিন সময়ে। মার্নাস লাবুশেনের সঙ্গে মহম্মদ সিরাজকে হেসে কথা বলতে দেখে বিরাট কোহলি বলেন, এঁর সঙ্গে হেসে কথা বলার দরকার নেই। স্টাম্প মাইকে এই কথা ধরাও পড়ে। যা ভাইরাল হতে সময় লাগেনি। তবে দিনের সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু হয়ে থাকল কনস্টাসকে কোহলির ধাক্কা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!