Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৯, ২০২৩

কুমার সাঙ্গাকারার রেকর্ড ভেঙে এক ক্যালেন্ডার বছরে ৭ বার ২ হাজার রান কোহলির

আরম্ভ ওয়েব ডেস্ক
কুমার সাঙ্গাকারার রেকর্ড ভেঙে এক ক্যালেন্ডার বছরে ৭ বার ২ হাজার রান কোহলির

ব্যাট হাতে তিনি ক্রিজে নামলেই কোনও না কোনও রেকর্ড গড়ে ফেলেন। সেঞ্চুরিয়ানেও তার ব্যতিক্রম হয়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংসেই বড় রান পাননি বিরাট কোহলি। তাসত্ত্বেও রেকর্ড বুকে নাম তুলে ফেলেছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের চূড়ান্ত বিপর্যয়ের মুখে একা রুখে দাঁড়ান কোহলি। দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৮২ বলে ৭৬। দলের পরাজয় এড়াতে না পারলেও রেকর্ড বুকে নাম লিখিয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করা সুবাদে চলতি বছরে সব ফর্ম্যাট মিলিয়ে ২০০০ রান পূর্ণ করলেন কোহলি। এই নিয়ে ৭ বার এক ক্যালেন্ডার বছরে ২ হাজার রান করলেন তিনি। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে তাঁর এই নজির।  যিনি সাত বার এই রেকর্ড স্পর্শ করলেন। ভেঙে দিয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার রেকর্ড।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার এক ক্যালেন্ডার বছরে ৬ বার ২ হাজার রান করেছেন। মাহেলা জয়বর্ধনে ও শচীন তেন্ডুলকার করেছেন ৫ বার করে। চার বার করে করেছেন জ্যাক ক্যালিস, ম্যাথু হেডেন, রিকি পন্টিং ও  সৌরভ গাঙ্গুলি।

চলতি বছরে কোহলি কোনও আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেননি। টেস্ট এবং একদিনের ক্রিকেট খেলেই এই রেকর্ড গড়েছেন। চলতি বছরে একদিনের ক্রিকেটে  কোহলি করেছেন ১৩৭৭ রান। এরমধ্যে বিশ্বকাপেই করেছেন ৭১১। টেস্টে করেছেন ৬৭১ রান। এর আগে ২০১২ সালে এক ক্যালেন্ডার বছরে ২১৮৬ রান করেছিলেন কোহলি। পরের বছর তিন ফর্ম্যাট মি‌লিয়ে করেন ২২৮৬। ২০১৬ ক্যালেন্ডার বছরে করেছিলেন ২৫৯৫ রান। ২০১৭ সালে সবথেকে বেশি রান আসে কোহলির ব্যাট থেকে। সেই বছর তিনি করেন ২৮১৮ রান। ২০১৮ সালে করেন ২৭৩৫। ২০১৯ সালে ২৪৫৫ রান করেছিলেন কোহলি। পরের তিন বছর ব্যাটে খরা যায়। এরপর থেকে ব্যাট হাতে কিছুটা খারাপ সময় যায়। ২০২৩ সালে আবার সেই পুরনো ছন্দে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!