- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৮, ২০২৩
বিরাটের ঘোষণা ,মহিলাদের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা

স্মৃতি মান্ধানাকে মহিলাদের আইপিএলের নিলামে সর্বোচ্চ মূল্যে তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাঁর হাতেই নেতৃত্ব তুলে দেওয়ার পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। প্রত্যাশামতোই স্মৃতির হাতে মহিলা ক্রিকেট দলের নেতৃত্ব তুলে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অধিনায়ক হিসেবে স্মৃতির নাম ঘোষণা করলেন বিরাট কোহলি। কোহলির মতো ১৮ নম্বর জার্সি গায়েই খেলবেন স্মৃতি মান্ধানা।
শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টুইটার পেজে বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসির একটা ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে অধিনায়ক হিসেবে স্মৃতি মান্ধানোর নাম ঘোষণা করা হয়েছে। আর তাঁর নাম ঘোষণা হওয়ার পরেই স্মৃতি মান্ধানাও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম ম্যানেজমেন্টকে তাঁর ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টুইট করা ভিডিওতে বিরাট কোহলি বলেছেন, “রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ১৮ নম্বর জার্সি নিয়ে একটা বড় ঘোষণা করতে চলেছি। গত ১০ বছর ধরে আমি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পুরুষদের আইপিএলে এই জার্সি পড়ে খেলছি। আমার ক্রিকেট জীবনের সবথেকে স্মরণীয় এবং উপভোগ্য ক্রিকেট আমি উপহার দিয়েছি এই ১৮ নম্বর জার্সি গায়ে। এটা আমার কাছে খুবই স্পেশাল। একজন ক্যাপ্টেন শুধু দলের নেতা নন, সে দলের একটা সংস্কৃতি তৈরি করে। ফাফ গত বছর দলকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিয়েছে। আমি তার নেতৃত্বে দ্বিতীয় পর্বে খেলছি। এবার মহিলাদের আইপিএলের প্রথম সংস্করণে দলকে নেতৃত্ব দেবে স্মৃতি মান্ধানা। স্মৃতি তুমি এগিয়ে যাও এবং দলকে দারুন ভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাও।”
নব নিযুক্ত অধিনায়ক স্মৃতি মান্ধনাও রয়্যাল চ্যালেঞ্জার্স টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাকে এইরকম অবিশ্বাস্য সুযোগ দেওয়ার জন্য আরসিবি ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সমস্ত আরসিবির ভক্তদের সমর্থন এবং ভালোবাসা পেয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ভক্তরা বিশ্বের অন্যতম সেরা।আমি প্রতিজ্ঞা করছি নিজের ১০০% দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে মহিলাদের আইপিএলে সাফল্য এনে দেব।” প্রসঙ্গত উল্লেখ্য, মহিলাদের আইপিএলের নিলামে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় স্মৃতি মান্ধানাকে তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
❤ Support Us