- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৪, ২০২৩
‘টিকিট চাহিয়া লজ্জা দেবেন না’, সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের বার্তা কোহলির

বিশ্বকাপের টিকিট নিয়ে চারিদিকে হাহাকার। অনলাইনে ছাড়া মাত্রই নিমেশে নিঃশেষিত হয়ে যাচ্ছে। ক্রিকেটারদের কাছে টিকিটের জন্য বন্ধুদের আব্দার তো থাকবেই। আর সেই আশঙ্কাতেই আগেভাগেই ‘টিকিট চাহিয়া লজ্জা দেবেন না’ গোত্রের বার্তা দিলেন বিরাট কোহলি। একই ধরণের বার্তা দিয়েছেন কোহলিজায়া অনুষ্কা শর্মাও।
https://t.co/IIrF7kT0cM pic.twitter.com/IAXoocOVI5
— Out Of Context Cricket (@GemsOfCricket) October 4, 2023
আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স নিউজিল্যান্ড। ৮ অক্টোবর ভারত নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতের ম্যাচগুলির জন্য শুরু হয়েছে টিকিটের হাহাকার। ভারত–পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা তো আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে টিকিট না চেয়ে বন্ধুদের বাড়িতে বসেই বিশ্বকাপ দেখার পরামর্শ দিয়েছেন বিরাট কোহলি।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি লিখেছেন, ‘বিশ্বকাপ এগিয়ে আসছে। বন্ধুদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, বিশ্বকাপ চলাকালীন দয়া করে টিকিটের জন্য অনুরোধ করবেন না। বাড়িতে বসেই ক্রিকেট উপভোগ করুন।’ বিরাট কোহলির ইনস্টাগ্রাম বার্তার সঙ্গে অনুষ্কা শর্মা যোগ করেছেন, ‘আপনাদের বার্তার কোনও উত্তর না পান, আমার কাছে টিকিটের জন্য সাহায্য চেয়ে কেউ অনুরোধ করবেন না। আশা করছি সবাই এই বোঝাপড়া বজায় রাখবেন।’ কোহলি ও অনুষ্কার এই বার্তাই বুঝিয়ে দিচ্ছে, বন্ধুদের টিকিটের আব্দারের জন্য তাঁরা কতটা চাপে রয়েছেন। কোহলি চান না, বন্ধুদের টিকিটের আব্দার তাঁর মানসিক প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাক।
২০১১ বিশ্বকাপজয়ী দলে ছিলেন বিরাট কোহলি। ঘরের মাঠে ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপও খেলেছেন। কিন্তু আগে কখনও তাঁকে এভাবে সোশ্যাল মিডিয়ায় ‘টিকিট চেয়ে লজ্জা দেবেন না’ জাতীয় বার্তা দিতে দেখা যায়নি। ইতিমধ্যেই প্রথম ম্যাচ খেলার জন্য দলের সঙ্গে চেন্নাই পৌঁছে গেছেন বিরাট কোহলি। বৃষ্টির জন্য দুটি প্রস্তুতি ম্যাচ ভেস্তে যাওয়ায় বিশ্বকাপে মাঠে নামার আগে ম্যাচ প্র্যাকটিস হয়নি। চেন্নাইয়ে নেটে অনুশীলনে তা পুশিয়ে নিতে চান কোহলি।
❤ Support Us