- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১০, ২০২৪
প্রত্যাশামতো বাকি সিরিজে নেই কোহলি, টেস্ট দলে সুযোগ পেলেন বাংলার আকাশ দীপ
ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজে বিরাট কোহলি–জিমি অ্যান্ডারসন দ্বৈরথ থেকে বঞ্চিত হতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি টেস্ট থেকেও নিজেকে সরিয়ে নিলেন কোহলি। শনিবার বাকি সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। দলে বড় চমক বাংলার জোরে বোলার আকাশ দীপের সুযোগ পাওয়া। লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজাকেও দলে রাখা হয়েছে। তবে তাঁদের খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর।
ব্যক্তিগত কারণে প্রথম দুটি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি। বাকি তিন টেস্টে তিনি খেলবেন কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। শুক্রবার নির্বাচকরা দল গঠন করতে অনলাইনে বৈঠকে বসেন। বৈঠক চলাকালীনই নির্বাচকরা কোহলির সঙ্গে কথা বলেন। সেই বৈঠকেই তিনি নির্বাচকদের জানিয়ে দেন ব্যক্তিগত কারণে সিরিজের বাকি ম্যাচগুলিতেও তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। বিরাটের ব্যক্তিগত কারণ নিয়ে ক্রিকেটপ্রেমীদের চর্চা না করার জন্য অনুরোধ জানিয়েছে বোর্ড।
এদিকে, বাকি তিনটি টেস্টের জন্য সুযোগ দেওয়া হল বাংলার তরুণ জোরে বোলার আকাশ দীপকে। আগে থেকেই দলে রয়েছেন আর এক জোরে বোলার মুকেশ কুমার। আকাশ দীপ সুযোগ পাওয়ায় বাংলা থেকে দু’জন জোরে বোলার রইল ভারতীয় দলে। মূলত যশপ্রীত বুমরার ব্যাক আপ হিসেবেই তাঁকে ডাকা হয়েছে। আগের টেস্টে মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল। রাজকোটে বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। মহম্মদ সিরাজ, মুকেশ কুমারের খেলার সম্ভাবনা।
চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। এই দুজনকেও দলে ফেরানো হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম সবুজ সংকেত দিলে তবেই তাঁরা খেলতে পারবেন। এদিকে, চোটের জন্য দলে সুযোগ পাননি শ্রেয়স আয়ার। ঘোষিত দল: রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুড়েল, কেএস ভরত, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশদীপ।
❤ Support Us