Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৮, ২০২৩

আইসিসি–র ব্যাটারদের ক্রমতালিকায় ৪ নম্বরে উঠে এলেন বিরাট কোহলি

আরম্ভ ওয়েব ডেস্ক
আইসিসি–র ব্যাটারদের ক্রমতালিকায় ৪ নম্বরে উঠে এলেন বিরাট কোহলি

এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে বছরের শেষ একদিনের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। চলতি বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে দু–দুটি সেঞ্চুরি। আর এই দুর্দান্ত ফর্মের জন্য পুরস্কৃত হয়েছেন ভারতীয় দলের এই টপ অর্ডার ব্যাটার। জোড়া শতরান তাঁকে আইসিসির ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ তুলে নিয়ে এসেছে। কোহলি পৌঁছে গেছেন ৪ নম্বরে।
আইসিসি ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে একদিনের তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর সংগ্রহ ৮৮৭ পয়েন্ট। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। তাঁর সংগ্রহ ৭৬৬ পয়েন্ট। তারপর রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। তাঁর সংগ্রহে ৭৫৯ পয়েন্ট। আর এই মুহূর্তে ৭৫০ পয়েন্ট পেয়ে বিরাট কোহলি রয়েছেন চতুর্থ স্থানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সাফল্য পেলেই ভ্যান ডার ডুসেন এবং কুইন্টন ডি কককে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবেন বিরাট কোহলি।
শুধু কোহলি নন, ভারতীয় ব্যাটারদের মধ্যে শুভমান গিল আইসিসি–র র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা সেঞ্চুরি এবং একটা হাফ সেঞ্চুরির ইনিংস ২৬তম স্থানে পৌঁছে দিয়েছে শুভমানকে। এছাড়া ভারতীয় বোলারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব। মহম্মদ সিরাজ একদিনের বোলারদের তালিকায় ১৫ ধাপ উঠে তৃতীয় স্থানে পৌঁছে গেছেন। অন্যদিকে কুলদীপ যাদব ৭ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ২১তম স্থানে পৌঁছে গেছেন। বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন বোল্ট তাঁর সংগ্রহে ৭৩০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে জশ হ্যাজেলউড।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!