শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ইনস্টাগ্রাম ধনী ক্রীড়াবিদদের তালিকায় বিশ্বের প্রথম তিনে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সলিউশন প্ল্যাটফর্ম হপার এইচকিউ–য়ের মতে, কোহলি ইনস্টাগ্রামে তৃতীয় ধনী ক্রীড়াবিদ। এবং বিশ্বের সেরা ২৫ ধনী ব্যক্তিদের মধ্যে একমাত্র ভারতীয়। কোহলি নাকি পোস্ট প্রতি ১১.৪৫ কোটি টাকারও বেশি আয় করেন। হপার এইচকিউ সর্বোচ্চ ইনস্টাগ্রাম উপার্জনকারীদের তালিকা প্রকাশ করার পরে বিরাট কোহলি বলেছেন সোশ্যাল মিডিয়া আয়ের খবর সত্য নয়।
শনিবার সকালে কোহলি টুইট করে জানান, ইনস্টাগ্রাম পোস্ট থেকে তাঁর উপার্জন ঘিরে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা সত্য নয়। টুইটারে কোহলি লিখেছেন, ‘যদিও আমি জীবনে যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ এবং ঋণী। তবে আমার সোশ্যাল মিডিয়া উপার্জন সম্পর্কে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।’
কোহলি প্রায়শই তাঁর দৈনন্দিন জীবনের ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে থাকেন। এর মধ্যে রয়েছে তাঁর প্র্যাকটিস সেশন এবং স্ত্রী অনুষ্কা শর্মা ও কন্যা বিরুষ্কার সাথে সময় কাটানো। কোহলির পোস্ট করা ছবি ও ভিডিও ভক্তদের মধ্যে সবসময়ই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। গোটা বিশ্বে তাঁর কোটি কোটি ফলোয়ার রয়েছে। ফলে ইনস্টাগ্রাম পোস্ট থেকে প্রচুর অর্থ উপার্জন করেন বিরাট কোহলি।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পর তিনি বিশ্রাম নিচ্ছেন। আগস্টের শেষ থেকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফিরবেন। এশিয়া কাপে খেলবেন কোহলি।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34