- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৩১, ২০২৪
আবার নেতৃত্বে ফিরতে চলেছেন বিরাট কোহলি

আবার নেতৃত্বে ফিরতে চলেছেন বিরাট কোহলি। তবে জাতীয় দলের হয়ে নয়, চলতি মরশুমে আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরকে নেতৃত্ব দেবেন। ইতিমধ্যেই তাঁকে নেতৃত্বে ফেরার জন্য অনুরোধ করেছেন ফ্র্যাঞ্চাইজির কর্তারা। সূত্রের খবর, কোহলি রাজি হয়েছেন।
২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণ থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরে রয়েছেন বিরাট কোহলি। ২০১৩ সালে নেতৃত্বের ব্যাটন পান। সেই থেকে ২০২১ পর্যন্ত টানা ৯ বছর দলকে নেতৃত্ব দেন। কিন্তু দলকে সাফল্য এনে দিতে পারেননি। আইপিএলে অধিনায়ক হিসেবে তাঁর সেরা সাফল্য বলতে ২০১৬ সালে দলকে ফাইনালে তোলা। যদিও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। ফাইনালে হারতে হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের কাছে।
২০১৭ সালে ভারতীয় দলের নেতৃত্ব পান বিরাট কোহলি। ২০২১ টি২০ বিশ্বকাপের পর জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। একই সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের অধিনায়কের দায়িত্বও ছেড়ে দেন। এরপরই দক্ষিণ আফ্রিকার ফাফ ডু’প্লেসিকে অধিনায়ক করে বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট। ২০২৪ পর্যন্ত তিনিই বেঙ্গালুরুকে নেতৃত্ব দেন। ডু’প্লেসিও গত তিন বছরে দলকে সাফল্য এনে দিতে পারেননি। তাই এবছর আবার কোহলির হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৪৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। তাঁর নেতৃত্বে দল জিতেছে ৬৬ ম্যাচে, হেরেছে ৭০ ম্যাচে। ৩টি ম্যাচ টাই হয়েছে। ৪টি ম্যাচে কোনও পল হয়নি। আইপিএলে দলকে নেতৃত্ব দেওয়ার পরিসংখ্যানের দিক দিয়ে তিনি রয়েছেন ৩ নম্বরে। সবথেকে বেশি নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (২২৬)। এরপরই রয়েছেন রোহিত শর্মা। তিনি নেতৃত্ব দিয়েছেন ১৫৮ ম্যাচে। আবার নেতৃত্বে ফিরে কোহলি বেঙ্গালুরুর ভাগ্য বদলাতে পারেন কিনা সেটাই দেখার।
❤ Support Us