- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৮, ২০২৪
ইংল্যান্ডের বিরুদ্ধে পরের দুটো টেস্টেও খেলবেন না কোহলি, শেষ ম্যাচেও অনিশ্চিত
পারিবারিক কারনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি। পরের দুটি টেস্টেও দলের এই সেরা ব্যাটারকে ছাড়াই নামতে হবে ভারতকে। রাজকোট ও রাঁচি টেস্টে তিনি খেলবেন না। ধরমশালায় শেষ টেস্টেও তিনি খেলবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কোহলিকে নিয়ে দলের কোচ রাহুল দ্রাবিড়ও বিরক্ত। বিশাখাপত্তনমে তাঁকে কোহলি সম্পর্কে জিজ্ঞেস করা হলে বলেছিলেন, নির্বাচকরাই এর উত্তর দিতে পারবেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন বিরাট কোহলি। এরপর তিনি নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে হায়দরাবাদ থেকে ফিরে যান। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত কারণে প্রথম দুটি টেস্টে খেলবেন না কোহলি। অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি।
দ্বিতীয় টেস্ট চলাকালীনও শোনা গিয়েছিল, পরের দুটো টেস্টে নাও খেলতে পারেন কোহলি। শেষ টেস্টে খেলবেন কিনা, এই ব্যাপারে তাঁর সঙ্গে দ্রুত কথা বলবেন নির্বাচকরা। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য কোহলির না খেলার ব্যাপারে সরকারিভাবে এখনও কিছু জানায়নি। শোনা যাচ্ছে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কোহলি। যদিও তিনি এ ব্যাপারে মুখ খোলেননি। এবি ডিভিলিয়ার্স কদিন আগে সোশ্যাল মিডিয়ায় কোহলির আবার বাবা হওয়ার খবর ফাঁস করেন।
কোহলি না খেললেও রাজকোটে তৃতীয় টেস্টে শক্তি বৃদ্ধি হতে চলেছে ভারতের। প্রথম টেস্টে চোট পাওয়া লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা ফিট হয়ে উঠেছেন। এই মুহূর্তে দুই ক্রিকেটারই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন। এছাড়া দ্বিতীয় টেস্টে বিশ্রামে থাকা মহম্মদ সিরাজকেও তৃতীয় টেস্টে ফেরানো হবে। যশপ্রীত বুমরাকে রাজকোটে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
❤ Support Us