- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৭, ২০২২
হিজাব পরা লাদাখের মাকসুমা কোহলির মতো খেলতে চায়

হিজাব পরে স্কুল–কলেজে আসা যাবে না। বেশ কিছুদিন আগে কর্ণাটক সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সম্প্রতি দুই বিচারপতির বেঞ্চ হিজাব বির্তক নিয়ে মামলায় রায় দিতে গিয়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি। এই অবস্থায় অন্য ছবি দেখা গেল ভারতেরই লাদাখে। হিজাব পরিহিত এক স্কুলছাত্রী ক্রিকেট খেলছে। তার সেই ক্রিকেট খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে।
মাকসুমা নামে ওই স্কুল ছাত্রী আবার বিরাট কোহলির দারুণ ভক্ত। কোহলির মতো হতে চায়। ভারতের এই প্রাক্তন অধিনায়ক সকলের কাছে অনুপ্রেরণা, সেকথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ষষ্ঠ শ্রেণীতে পড়া ওই ছাত্রী বলেছে, বিরাট কোহলির মতো খেলার জন্য সবরকম চেষ্টা করবে। লাদাখের স্কুল শিক্ষা দপ্তর তাদের টুইটার হ্যান্ডেলে একটা ভিডিও শেয়ার করেছে। সেই ভিডিওতে দেখা গেছে মাকসুমা নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী পার্কে ক্রিকেট খেলছে। শট খেলে একটা বল পার্কের বাইরে উড়িয়ে দিয়েছে। তার দক্ষতা অনেককে অবাক করেছে। বাবা ও স্কুলের শিক্ষকদের কাছেই ক্রিকেট খেলার অনুপ্রেরণা পেয়েছে বলে ওই স্কুল ছাত্রী জানিয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের শেয়ার করা ভিডিওতে ষষ্ঠ শ্রেনীর ছাত্রীটি বলেছে, ‘বাড়িতে বাবা ও স্কুলে শিক্ষকরা আমাকে ক্রিকেট খেলার জন্য সবসময় উৎসাহিত করে। আমি বিরাট কোহলির মতো খেলার জন্য সবরকম চেষ্টা করতে চাই।’
শুধু এখানেই থেমে থাকতে চায় না মাকসুমা। ‘হেলিকপ্টার’ শট মারাও ভালভাবে রপ্ত করতে চায় ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী। কেন হেলিকপ্টার শট শিখতে চায়, তার কারণও ব্যাখ্যা করেছে। মাকসুমা বলেছে, ‘আমি একেবারে ছোট বেলা থেকে ক্রিকেট খেলছি। কীভাবে হেলিকপ্টার শট মারতে হয়, আমি এখনও শেখার চেষ্টা করছি। ২ রান নেওয়ার পর ক্লান্ত হয়ে পড়ি। আরও এক রান নেওয়ার ইচ্ছে থাকে না। তাই হেলিকপ্টার শট মারলে চার কিংবা ছক্কা পাব। আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। আমি কোহলির মতো হতে চাই।’ মুসলিম মেয়ের হিজাব পড়ে ক্রিকেট খেলাকে অনেকেই উৎসাহিত করেছেন।
❤ Support Us