Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২২, ২০২৪

ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে খেলবেন না কোহলি

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে খেলবেন না কোহলি

ইংল্যান্ডের বাজবল ক্রিকেটের বিরুদ্ধে লড়াই করার জন্য বিরাট কোহলির ব্যাটের দিকে তাকিয়ে ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি টেস্টে খেলবেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়িয়েছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে প্রথম দুটি টেস্ট থেকে ছুটি চেয়েছিলেন কোহলি। বোর্ড তাংর সেই ছুটি মঞ্জুর করেছেন। বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌বিরাট কোহলি অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন। ব্যক্তিগত কারণে কোহলি প্রথম দুটি টেস্ট থেকে ছুটি চেয়েছে। টিম ম্যানেজমেন্ট কোহলির ছুটি মঞ্জুর করেছে। যদিও কোহলি দেশের হয়ে খেলাটাকেই অগ্রাধিকার দেন। কিন্তু একটা পারিবারিক ব্যাপারে তার উপস্থিত থাকাটা বাধ্যতামূলক। তাই প্রথম দুটি টেস্ট খেলবে না।’‌ আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে দলে থাকলেও প্রথম ম্যাচ খেলেননি কোহলি।
কোহলি কেন খেলবেন না, বোর্ডের পক্ষ থেকে অবশ্য জানানো হয়নি। কয়েকমাস ধরে গুজব উঠেছে, অনুষ্কা শর্মা সন্তান সম্ভবা। যদিও, এই ব্যাপারে কোহলি ও অনুষ্কার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট থেকে কোহলি সরে দাঁড়ানোয় জল্পনা আরও বাড়ছে। তবে কোহলি কেন সরে দাঁড়িয়েছেন, এই ব্যাপারে ব্যক্তিগত কারণ নিয়ে চর্চা না করার জন্য সংবাদমাধ্যম ও ভক্তদের কাছে আবেদন জানিয়েছে বোর্ড।
কোহলি সরে দাঁড়ানোয় তাঁর জায়গায় কে খেলবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। চেতেশ্বর পুজারাকে আবার টেস্ট দলে ফিরিয়ে আনা হবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। চলতি রনজি ট্রফিতে দারুণ ছন্দে রয়েছেন পুজারা। সোমবার থেকে টেস্টের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। কোহলি শিবিরে যোগ দেননি। ২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু প্রথম টেস্ট। ২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে বিশাখাপত্তনমে। তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচিতে। সিরিজের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে ধর্মশালায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!