Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১০, ২০২৪

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলবেন না বিরাট কোহলি

আরম্ভ ওয়েব ডেস্ক
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলবেন না বিরাট কোহলি

আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে তিনি সিরিজের প্রথম ম্যাচ নিজেকে সরিয়ে নিয়েছেন। কোহলির না খেলার কথা জানিয়েছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। দলের সঙ্গে মোহালিতেও যাননি কোহলি। তবে রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলবেন কোহলি।
২০২২ সালের টি২০ বিশ্বকাপ থেকে ভারত বিদায় নেওয়ার পর থেকে দেশের হয়ে এই ফরম্যাটে খেলেননি বিরাট কোহলি ও রোহিত শর্মা। এবছর বিশ্বকাপের কথা মাথায় রেখে এই দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার। তাঁদের দুজনের কাছে কী প্রত্যাশা রোহিত ও কোহলিকে সেকথা বলেন আগরকার। দুজনই আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ খেলতে রাজি হন। কারণ, টি২০ বিশ্বকাপের আগে এটাই ভারতের কাছে শেষ আন্তর্জাতিক সিরিজ।
কিন্তু ব্যক্তিগত কারণ কোহলি সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না। তবে রোহতি শর্মা খেলবেন, দলকে নেতৃত্বেও দেবেন। প্রথম ম্যাচে রোহিতের সঙ্গে যশস্বী জয়সওয়াল ইনিংস ওপেন করবেন। ডানহাতি ও বাঁহাতি কম্বিনেশনের জন্যই এই সিদ্ধান্ত। তাছাড়া দেশের হয়ে ১৫টি টি২০ ম্যাচে ভাল খেলেছেন যশস্বী। তাঁর ওপর বাড়তি ভরসা কোচ রাহুল দ্রাবিড়ের।
যশস্বী ওপেন করায় তিন নম্বরে সম্ভবত শুভমান গিল খেলবেন। চার নম্বরে তিলক ভার্মা। পাঁচে ফিনিশার হিসেবে রয়েছেন রিঙ্কু সিং। ছয় নম্বরে জিতেশ শর্মার খেলার সম্ভাবনাই বেশি। এছাড়াও রয়েছেন সঞ্জু স্যামসন। স্পিনার অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেলের তুলনায় ওয়াশিংটন সুন্দর এগিয়ে রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!