Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৩১, ২০২৪

আজ নিউ ইয়র্ক পৌঁছচ্ছেন, কাল বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচে নেই কোহলি

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ নিউ ইয়র্ক পৌঁছচ্ছেন, কাল বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচে নেই কোহলি

৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। প্রস্তুতি ম্যাচ না খেলেই বিশ্বকাপ অভিযানে নামতে হবে বিরাট কোহলিকে। কারণ বাংলাদেশের বিরুদ্ধে শনিবার একমাত্র প্রস্তুতি ম্যাচে সম্ভবত খেলবেন না তিনি। জেট ল্যাগ কাটানোর জন্যই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

দুই দফায় নিউইয়র্কে যাওয়া ভারতীয় দলের অন্য সদস্যদের সঙ্গে বিরাট কোহলি যাননি। প্রথম দফায় অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড়দের সঙ্গে নিউ ইয়র্ক যান সূর্যকুমার যাদব, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা।পরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে পাড়ি দেন রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চাহালরা। রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগে বিদায় নিলেও দুই দফায় অন্য ক্রিকেটারদের সঙ্গে নিউ ইয়র্ক যাননি বিরাট কোহলি। তিনি বোর্ডের কাছ থেকে কিছুদিন বিশ্রাম চেয়েছিলেন। অবশেষে বিশ্রাম কাটিয়ে বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন কোহলি। আজ তিনি নিউইয়র্ক পৌঁছবেন।

শনিবার নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচে কোহলির খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ ১৫ ঘণ্টার বিমানযাত্রার ক্লান্তি কাটিয়ে এত দ্রুত তাঁর পক্ষে মাঠে নামা সম্ভব নয়। নিউ ইয়র্ক উড়ে যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে কোহলিকে নিয়ে ভক্তদের দারুন মাতামাতি ছিল। দর্শকদের প্রত্যাশা প্রসঙ্গে বিরাট বলেন, “দর্শকদের এই সমর্থন আমাদের বাড়তি শক্তি। এত ভক্ত যেভাবে আমাদের সমর্থন করছেন বিশ্বকাপে আমাদের বাড়তি প্রেরণা হওয়া উচিত। বিশ্বের যে প্রান্তেই খেলি না কেন দর্শকরা আমাদের নিয়ে সবসময় স্বপ্ন দেখে। তাদের প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। চেষ্টা করব ওদের প্রত্যাশা পূরণ করতে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!