- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৫, ২০২৩
শেহবাগ মনে করছেন, বিশ্বকাপে বাবরের থেকে বেশি রান করবেন কোহলি

দীর্ঘদিন ধরেই বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা চলে আসছে। আর বিশ্বকাপ শুরু হওয়ার মুখে আলোচনা আরও বেশি। কে কাকে ছাপিয়ে যাবেন, এই নিয়ে জোর আলোচনা। কেউ বিরাট কোহলিকে এগিয়ে রাখছেন, কেউ আবার বাবর আজমকে। সাম্প্রতিক পারফরমেন্সের নিরিখে বাবর আজম অবশ্য পেছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলিকে। এই মুহূর্তে আইসিসি–র একদিনের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন বাবর আজম। তবে ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্রে শেহবাগ মনে করছেন, বিশ্বকাপে বাবরের থেকে বেশি রান করবেন কোহলিই।
দুজনের তুলনা প্রসঙ্গে শেহবাগ বলেছেন, ‘বাবর আজম দুর্দান্ত ক্রিকেটার, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বড় রান করার দক্ষতা রয়েছে। তবে বিরাট কোহলির মধ্যে রানের যে খিদে রয়েছে, অন্য কোনও ক্রিকেটারের মধ্যে তা দেখতে পাই না। আগের মতোই আবেগ নিয়ে মাঠে নামে।’
বিশ্বকাপে কোহলি কেন বাবর আজমের থেক বেশি রান করবে, তার ব্যাখাও দিয়েছেন শেহবাগ। তাঁর যুক্তি, ‘বাবর খুব ভাল ব্যাটার। কিন্তু সমস্যা হল, পাকিস্তানের ব্যাটিং ওর ওপর নির্ভরশীল। বাবর সাফল্য পেলেই পাকিস্তান বড় রান করতে পারবে। একজন ক্রিকেটারের ওপর যখন দল নির্ভরশীল হয়ে পড়ে, তখন তার ওপর অনেক চাপ পড়ে। চাপের মুখে নিজেকে মেলে ধরতে পারে না। বিরাট কোহলির এই সমস্যা নেই। ভারতে ভাল ভাল ব্যাটার রয়েছে। একা কোহলির ওপর দল নির্ভরশীল নয়। ফলে ওর ওপর তেমন চাপ থাকবে না।’
এটাই সম্ভবত কোহলির শেষ বিশ্বকাপ। জীবনের শেষ বিশ্বকাপে ছাপ রাখার জন্য কোহলি মরিয়া হবেন বলে মনে করছেন শেহবাগ। তিনি বলেন, ‘কোহলির বয়স ৩৪ পেরিয়ে গেছে। আমার মনে হয় না সামনের বিশ্বকাপে আর খেলবে। তাই জীবনের শেষ বিশ্বকাপে নিজেকে প্রমাণ করার বাড়তি তাগিদ থাকবে।’
❤ Support Us