Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২২, ২০২৩

বিরাট ফিরলেন দেশে, তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন প্রথম টেস্ট জানাল ভারতীয় বোর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
বিরাট ফিরলেন দেশে, তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন প্রথম টেস্ট জানাল ভারতীয় বোর্ড

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই দেশে ফিরলেন বিরাট কোহলি। জরুরী পারিবারিক কারণেই তিনি দেশে ফিরে এসেছেন। তবে প্রথম টেস্ট শুরুর আগেই তিনি আবার দক্ষিণ আফ্রিকা উড়ে যাবেন। ২৬ ডিসেম্বর থেকে প্রথম টেস্টে মাঠে নামবেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্র থেকে জানা গেছে।

বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই বিশ্রামে ছিলেন বিরাট কোহলি। পরিবার নিয়ে লন্ডনে তিনি ছুটি কাটিয়ে দেশে ফিরে আসেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ ও একদিনের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কোহলি। তবে টেস্ট সিরিজ খেলার জন্য কয়েকদিন আগে চিঠি দক্ষিণ আফ্রিকা উড়ে যান। টেস্টের প্রস্তুতিও শুরু করেছিলেন। কিন্তু জরুরী পারিবারিক কারণে তাঁকে দেশে ফিরে আসতে হল। কী কারণে বিরাট কোহলি দেশে ফিরে এসেছেন, তা অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি।

প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। দেশে ফিরে আশায় প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবেন না বিরাট কোহলি। ফলে ম্যাচ প্র্যাকটিস ছাড়াই কোহলিকে ২৬ ডিসেম্বর থেকে টেস্টে মাঠে নামতে হবে।

এদিকে, টেস্ট সিরিজ শুরুর আগে আবার ধাক্কা খেল ভারত। গোড়ালির চোটের জন্য আগেই ছিটকে গেছেন মহম্মদ সামি। এবার আঙুলে চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ঋতুরাজ গায়কোয়াড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন। বৃহস্পতিবার তৃতীয় একদিনের ম্যাচে খেলতে পারেননি ঋতুরাজ। চোট সারতে আপাতত তাঁর বেশ কিছুদিন সময় লাগবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আঙুলে চোটের জন্য ঋতুরাজ গায়কোয়াড় টেস্ট সিরিজে খেলতে পারবেন না। তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে। তিনি দেশে ফিরে আসবেন। শনিবারই দেশে ফিরবেন ভারতীয় দলের এই ওপেনার। পরিবর্তন ক্রিকেটারের নাম অবশ্য এখনো ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!