Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৩, ২০২২

ভারতে চতুর্থ ঢেউ এলেও ভয় নেই, স্কুল খোলা রাখাই উচিত, মত নোবেলজয়ী অভিজিতের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতে চতুর্থ ঢেউ এলেও ভয় নেই, স্কুল খোলা রাখাই উচিত, মত নোবেলজয়ী অভিজিতের

সংক্রমণের চতুর্থ ঢেউ ভারতে আসবে কিনা, এলেও কখন, এ সব এখনও অজানা। তবে ফোর্থ ওয়েভ এলেও স্কুল বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়া আর উচিত নয়, আগের মতো লকডাউনের রাস্তায় হাঁটাও ঠিক হবে না বলে মনে করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । নোবেলজয়ী অর্থনীতিবিদের দাবি, ওমিক্রনের দু’টি অবতারের সঙ্গেই ঘর করার অভিজ্ঞতা রয়েছে ভারতীয়দের। জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট তাই বলছে। ফলে সংক্রমণ বাড়লেও চিন বা কোরিয়ার মতো খারাপ অবস্থা ভারতের হবে না।

মঙ্গলবার সাউথ সিটির একটি বই বিপণি অনুষ্ঠানে এসেছিলেন অভিজিৎ বিনায়ক। সেখানেই সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কিছু দেশে ওমিক্রন বিএ২ ভ্যারিয়েন্টের হাত ধরে চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। বাংলা তথা ভারতে কিন্তু এই ভ্যারিয়েন্টে বহু মানুষ ইতিমধ্যেই আক্রান্ত। জিন সিকোয়েন্সিং করে অধিকাংশ ক্ষেত্রে ওমিক্রন ২ ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। এখন জার্মানির মতো দেশে ওমিক্রনের এক নম্বর ভ্যারিয়েন্টটি সক্রিয়। সেই দিক থেকে ভারত অনেক বেশি ‘নিরাপদ।’ নোবেলজয়ীর পর্যবেক্ষণ, ‘বিপদের সঙ্গে আমরা আগে থেকেই পরিচিত । তাই চতুর্থ ঢেউ নিয়ে ভারতের খামোকা দুশ্চিন্তা করাটা অবৈজ্ঞানিক। যদি আসেও, স্কুল বন্ধ করা বা লকডাউনের মতো পদক্ষেপ করার প্রয়োজন হবে না। তবে কোমরবিড, বয়স্ক মানুষদের নিয়ে আলাদা পরিকল্পনা নিতেই হবে। যাঁদের বাড়িতে ডায়াবেটিস বা হাইপারটেনশনের মতো রোগী রয়েছে তাঁদের বাড়তি সতর্কতার প্রয়োজন। নিজেদের শরীরে কোভিডের কোনও উপসর্গ অনুভব করলেই টেস্ট করাতে হবে। তারপর বাড়িতে ঢুকতে হবে। রিপোর্ট পজিটিভ এলে প্রয়োজনীয় সতর্কতা মানতে হবে। ‘

উল্লেখ্য, চিন, দক্ষিণ কোরিয়া, ইজরায়েলে ঝড়ের গতিতে কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছে। থিতিয়ে পড়া করোনা মহামারী আছড়ে পড়েছে নতুন উদ্দাম ঢেউ তুলে। দক্ষিণ কোরিয়ায় একদিনে ৬ লক্ষ মানুষ সংক্রমিত হওয়ার নজির তৈরি হয়েছে। খলনায়ক সেই ওমিক্রনের বিএ২ অবতার, কোভিডের যে স্ট্রেন ভারতে তৃতীয় ঢেউ নিয়ে এসেছিল। এবং এই তথ্যই স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। অভিজিৎ বিনায়কেরও পর্যবেক্ষণ তেমনই। একই বক্তব্য শহরের চিকিৎসকদের একাংশের। গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ডের অন্যতম সদস্য ডা. অভিজিৎ চৌধুরি জানিয়েছেন, ভারতে চতুর্থ ঢেউ আসবে কিনা, বলার মতো সময় এখনও আসেনি। সবই অনুমান, তবে সতর্ক থাকতে হবে। ঢেউ এলেও লকডাউনের মতো পদক্ষেপ করার প্রয়োজন পড়বে না।

এদিন অভিজিৎ বিনায়ক তাঁর লেখা নতুন রান্নার বই নিয়ে রসিকতা করে বলেছেন, ‘ইকনমিক্স কথাটি এসেছে ঔকনমস থেকে। যার অর্থ গেরস্থালির ব্যবস্থাপনা। তাই অর্থনীতির সঙ্গে রান্নার একটি বনেদি যোগ রয়েছেই। এই বইয়ে বেশ কিছু জায়গায় কায়দা করে অর্থনীতি পড়িয়ে দেওয়া হয়েছে! তবে আখেরে এটি একটি খাওয়া ও খাওয়াদাওয়া উপভোগ করার বই।’


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Debasish
Advertisement
2024 Debasish
Advertisement
error: Content is protected !!