Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুন ৭, ২০২৪

কঙ্গনাকে থাপ্পর, বরখাস্ত জওয়ানকে চাকরির অফার দিলেন বিশাল

আরম্ভ ওয়েব ডেস্ক
কঙ্গনাকে থাপ্পর, বরখাস্ত জওয়ানকে চাকরির অফার দিলেন বিশাল

কঙ্গনা রানাওয়াতকে চড় মারার শাস্তিতে বরখাস্ত হওয়া সিআইএসএফের মহিলা জওয়ানকে সটান চাকরি অফার করলেন বলিউডের বিশিষ্ট সুরকার বিশাল দাদলানি।

গতকালই চণ্ডীগড় বিমানবন্দরে এক সিআইএসএফের মহিলা জওয়ানের হাতে হেনস্থা হয়েছেন অভিনেত্রী ও হিমাচল প্রদেশের মান্ডির নতুন সাংসদ কঙ্গনা রানাওয়াত। তাঁর এক্স হ্যান্ডেলে তিনি নিজের সুস্থ থাকার খবর জানানোর পর আরেকটি ভিডিও পোস্ট করেন।সেখানে তিনি তাঁর সঙ্গে ঘটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলিউডের সেলেবদের অদ্ভুত নিস্তব্ধটা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। সত্যিই কি তাঁর ওপর বেজায় খাপ্পা বলিউডের একাংশ ? আজ বিশাল দাদলানির পোস্টের পর তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

সিআইএসএফের ওই মহিলা জওয়ানের নাম কুলবিন্দর কৌরের বরখাস্ত হওয়ার পর এ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।
বিশাল তাঁর ইন্সটাগ্রামে ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, ‘আমি হিংসা সমর্থন করিনা। তবে ওই মহিলার অবস্থা আমি অনুধাবন করতে পারছি। সিআইএসএফ যদি তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করে, তাহলে তাকে আস্বস্ত্ব করার জন্য জানিয়ে রাখি, তাঁর যদি আপত্তি না থাকে তাহলে তাঁর জন্য একটি চাকরি অপেক্ষা করে আছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ। ‘

পাশাপাশি কৃষক বিদ্রোহের বিরুদ্ধে কঙ্গনার একাধিক বিতর্কিত মন্তব্যের জন্য যারা তাঁকে সমর্থন জানিয়েছেন, তাঁদের উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি জানিয়েছেন,’ যারা কঙ্গানার পক্ষে আছেন, তাঁদেরকে যদি উনি বলতেন, তোমার মাকে একশো টাকায় কিনতে পাওয়া যায়, তখনও কি তাঁরা তাঁকে সমর্থন করতেন ?’ যদিও বিবেক অগ্নিহোত্রী , রবিনা ট্যান্ডন , উরফি জাভেদের মতো সেলেবরা কঙ্গনার পাশে দাঁড়িয়েছেন।

শুক্রবার কঙ্গনা দিল্লির পার্লামেন্ট ভবনে গেলে সেখানেও তিনি এক সাংবাদিকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। মোট কথা, লোকসভা নির্বাচনে তাঁর জয়ের পরও বিতর্ক পিছু ছাড়ছে না মান্ডি কুইন কঙ্গনা রানাওয়াতের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!