Advertisement
  • দে । শ
  • অক্টোবর ১৭, ২০২৩

পুতিন-শি বৈঠক : আলোচ্যসূচিতে কী রয়েছে ? উচ্চ-প্রচারের কোনও চুক্তিই কী প্রত্যাশিত নয় ?

আরম্ভ ওয়েব ডেস্ক
পুতিন-শি বৈঠক : আলোচ্যসূচিতে কী রয়েছে ? উচ্চ-প্রচারের কোনও  চুক্তিই কী  প্রত্যাশিত নয় ?

সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে জিনপিং,২০১৯।ফাইল চিত্র

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই ফোরামের সম্মেলন বুধবার, ১৮ অক্টোবর। তবে মঙ্গলবারই বৈঠকের একদিন আগে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন শি জিনপিংয়ের দেশ চিনের বেইজিং-এ পৌঁছেছেন।

পুতিন বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগদানকারী ১৩০টি দেশের প্রতিনিধিদের মধ্যে একজন। তবে চলমান ইসরাইল-হামাস যুদ্ধের কারণে নতুন ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে পুতিন শি জিনপিং-এর সাথে তাঁর ইতিমধ্যেই শক্তিশালী অংশীদারিত্বকে আরও জোরদার করতে প্রস্তুত হয়েছেন। ইসরায়েল-হামাস যুদ্ধ চলাকালীন রাশিয়া-চীন এই দুই শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানের নৈকট্য যথেষ্ট কূটনৈতিক তাৎপর্যপূর্ণ ঘটনা।

এখন একটাই প্রশ্ন, কী নিয়ে আলোচনা হবে বিশ্বের দুই শক্তিধর দেশের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। তবে এই বিষয়ে ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত, উভয় পক্ষই আলোচনার কোনও বিশদ বিবরণ জানায়নি। তবে এটা মনে করা হচ্ছে যে পুতিন-শি-র আলোচনায় “আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে”।

বিশেষজ্ঞরা পুতিনের এই সফরকে একটি প্রতীকী হিসাবে দেখছেন এবং উচ্চ-প্রচারের কোনও চুক্তি এই সফরে হতে পারে বলে তাঁরা আশাও করেন না। কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের পরিচালক আলেকজান্ডার গাবুয়েভ বলেছেন, “রাশিয়া জানে যে চিন কোনও উচ্চ প্রচার চুক্তিতে স্বাক্ষর করতে চায় না।”

চিনের জন্য, রাশিয়া পশ্চিমাদের বিরুদ্ধে বাধা হিসেবে কাজ করে তার কয়েকটি মিত্রদের মধ্যে একটি হয়ে চলেছে। এদিকে, মস্কোর জন্য, বেইজিং ক্রমবর্ধমানভাবে একটি নির্ভরযোগ্য বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক অংশীদার হয়ে উঠেছে, বিশেষ করে ইউক্রেনে আক্রমণের পর।

চিনের জিলিন ইউনিভার্সিটির বজর্ন আলেকজান্ডার ডুবেন বলেছেন, “যেহেতু মস্কো ইউক্রেনে তার সর্বাত্মক আক্রমণ শুরু করেছে, সেই অবস্থান থেকে বিষয়টি চিনের উপর অভূতপূর্বভাবে নির্ভরশীল।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!