- কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স
- ডিসেম্বর ২০, ২০২২
ভয়েস এর প্রাক্তনী সম্মেলনে মনোহর অঙ্গীকার, আলো ছড়াও সমাজে

ধর্মে, কর্মে আর মর্মবোধে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ভয়েস ইনস্টিটিউটের সাফল্য প্রশ্নাতীত। প্রতি বছর প্রত্যাশিত সাফল্যকে স্পর্শ করছে তার পড়ুয়ারা।দেশের বিভিন্ন প্রান্তে, রাজ্যেও ভয়েসের ৬৩০ এর বেশি ছাত্র-ছাত্রী ডাক্তারি পড়ছেন। নীট পরিক্ষায় তাঁদের উত্তীর্ণের হার নিয়মিত রেকর্ড গড়েছে। শুধু পঠন-পাঠনে নয়, সংস্কৃতির নির্মাণে তারা একনিষ্ঠ। ১৮ ডিসেম্বর, রবিবার ভয়েসের ক্যাম্পাসে মিলিত হয় কয়েকশো প্রাক্তনী । সেই আনন্দ উৎসবে মেতে উঠলেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী, নীট পড়ুয়া আর শিক্ষা সংগঠকেরা।যারা এমবিবিএস পাঠরত, তাঁদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিইনের প্রাক্তনী সম্মেলনে। মনোহর পরিবেশে ছাত্রদের মনোহর প্রতিজ্ঞা অনগ্রসর সমাজকে এগিয়ে নিয়ে চলার বার্তা দিতে হবে। নৈতিক আর দায়বদ্ধ দৃষ্টান্ত স্থাপন করে এটাই তাঁদের ওইদিনের স্বতঃস্ফূর্ত অঙ্গীকার।
❤ Support Us