- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ৭, ২০২৩
ছত্তিশগড় ও মিজোরামে ভোট গ্রহণ শুরু। ছত্তিশগড়ে ভোটপর্ব চলাকালীন আইডি বিস্ফোরণ, সন্দেহের তীর মাওবাদীদের দিকে
ছত্তিশগড়ে প্রথম দফার নির্বাচন চলাকালীন সুকমায় আইডি বিস্ফোরণ। এই বিস্ফোরণে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান গুরুতর আহত হয়। ওই জওয়ানের পরে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। নকশাল উপদ্রুত সুকমা এলাকায় ভোট শুরুর পরপরই এই বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের পিছনে নকশালদের হাত রয়েছে বলে মনে রাজ্য প্রশাসন।
মঙ্গলবার সকাল ৭টা থেকে ছত্তিশগড় ও মিজোরামে ভোট শুরু হয়েছে। এখনও পর্যন্ত ভোট মোটের উপর শান্তিপূর্ণ রয়েছে। দু’একটি জায়গায় বিক্ষিপ্ত গোলমাল ছাড়া কোথাও ভোটগ্রহণ পর্ব ব্যাহত হয়নি। সকাল থেকে ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের আনাগোনা চোখে পড়ার মতো।
এদিন সকালে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু আইজলের বুথ থেকে বেরিয়ে তিনি জানান, তিনি ভোট দিতে পারেননি। যান্ত্রিক গোলযোগের কারণে ভোট দেওয়া সম্ভব হয়নি। বুথ থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সকালের কাজ সেরে পরে এসে তিনি ভোট দেবেন। ভোটকেন্দ্রে দাঁড়িয়ে জোরামথাঙ্গা এ-ও জানিয়েছেন, তাঁর দল এমএনএফের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের বিষয়ে তিনি নিশ্চিত। বিজেপির সঙ্গে তাঁর দলের কোনও যোগ নেই বলেও তিনি এদিন দাবি করেন।
ছত্তিশগড়ের নির্বাচন নিয়ে মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটারদের প্রতি ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, যাঁরা প্রথম বার ভোট দেবেন, তাঁদের শুভেচ্ছা। মিজোরামের ভোটারদের প্রতিও প্রধানমন্ত্রী একই বার্তা এক্স হ্যান্ডেলের মাধ্যমে দিয়েছেন। দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তাঁর এক্স হ্যান্ডেলে দুই রাজ্যের ভোটারদের ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বার্তা দিয়েছেন।
এদিকে মণিপুরের হিংসার কথা মাথায় রেখে মিজোরামে কঠোর নিরাপত্তার মধ্যে বিধানসভা নির্বাচন চলছে। ভোট উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো রাজ্যকে। মঙ্গলবার মিজোরাম রাজ্যের সব সীমানা সিল করে দেওয়া হয়েছে। ৪০টি কেন্দ্রে মোট ১২৭৬টি বুথে ভোট চলছে।
প্রতি বারের মতোই এ বারও নিয়ম মেনেই ছত্তিশগড়ে ভোট বয়কটের ডাক দিয়েছে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)। ভোটপর্ব শুরুর ৭২ ঘণ্টা আগে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার প্রভাবশালী বিজেপি নেতা রতন দুবেকে খুন করে ইতিমধ্যেই নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে মাওবাদীরা। এ বার ছত্তিশগড়ের নির্বাচনে রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৭০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী।
২০১৮ সালের বিধানসভা ভোটে কংগ্রেসকে পরাজিত করে মিজোরামে ক্ষমতায় এসেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ। ভোটে এমএনএফ মিজোরামের ৪০টি আসনের মধ্যে ২০১৮-র নির্বাচনে জিতেছিল ২৭টি আসনে। জেডপিএম জিতেছিল ৮টি আসনে। কংগ্রেস মাত্র ৪ টি আসনে জিতে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। ৪০টি আসনের মিজোরাম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সংখ্যা ২১। যুযুধান প্রধান তিন দল শাসক মিজো ন্যাশনাল ফ্রন্ট, প্রধান বিরোধী জোরাম পিপলস মুভমেন্ট এবং প্রাক্তন শাসকদল কংগ্রেস সব আসনেই প্রার্থী দিয়েছে। বিজেপি লড়ছে ২৩টিতে।
ছত্তিশগড়ে ২০১৮ সালের বিধানসভা ভোটে তিন বারের বিজেপি শাসনের অবসান ঘটিয়ে প্রথম বার বিধানসভা ভোটে জিতে রাজ্যের ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। রাজ্যের ৯০টি আসনের মধ্যে কংগ্রেস ৬৮, বিজেপি ১৫, বিএসপি দু’টি এবং অন্যান্যরা পাঁচটি আসনে জয়লাভ করেছিল। মঙ্গলবার যে ২০টি আসনে ভোটগ্রহণ হবে সেই আসনগুলির মধ্যে ১৭টিতে জিতেছিল কংগ্রেস, বিজেপি দু’টি এবং অন্যান্যরা একটি আসনে জয়লাভ করেছিল। রাজ্যের ২০টি আসনের মধ্যে অতি স্পর্শকাতর ১০টি বিধানসভায় ভোটগ্রহণ সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত হবে। অন্য ১০টি আসনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ছত্তিশগড়ের প্রথম দফার ভোট ৭ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় দফার নির্বাচন ১৭ নভেম্বর। মঙ্গলবার ছত্তিশগড়ে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যের ৯০টি বিধানসভা আসনের মধ্যে মাওবাদী উপদ্রুত ২০টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এই দফায় মোট ২২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৪০ লক্ষ ৭৯ হাজার ভোটদাতা। পাশাপাশি মিজোরামের ৪০টি আসনেও ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। ১৭৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন সে রাজ্যের প্রায় ৮ লক্ষ ৫২ হাজার ভোটদাতা। ছত্তিশগড় ও মিজোরামের ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর।
❤ Support Us