- এই মুহূর্তে দে । শ
- মে ২৫, ২০২৩
১ লা জুনের মধ্যে দায়িত্ব নিক রুশ সেনা, ওয়াগনার প্রধানের ঘোষণা। বেহাত বাখমুট এখনো মানতে নারাজ ইউক্রেন

আগামী ১ জুনের মধ্যে বাখমুট থেকে সরে আসবে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার। পরিবর্তে রাশিয়ার স্থায়ী সেনাদের হাতে শহরের নিয়ন্ত্রণ ভার তুলে দেবে তাঁরা। কয়েকদিন আগে একথা জানিয়েছেন বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোশিন। গত সপ্তাহে পূর্ব ইউক্রেনের অন্যতম প্রধান শহরটি দখলের দাবি করে একটি ভিডিও পোষ্ট করেন তিনি। রাশিয়ার পক্ষ থেকে এখনো এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইউক্রেন অবশ্য বাখমুট বেহাত হয়ে যাওয়ার দাবি পুরোপুরি মানতে নারাজ।
মূলত রুশ অধিকৃত ইউক্রেনে বন্দিদের নিয়ে তৈরি হয়েছিল ভাড়াটে সেনাদল ওয়াগনার। দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে বাখমুট দখলে এসেছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোশিন। মূল সেনা বাহিনীকে তিনি বহু বার জানিয়েছেন শহরের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে । তাতে কোনো সাড়া মেলেনি। তাই এবার রুশ প্রতিরক্ষা মন্ত্রককে সময় সীমা বেঁধে দিলেন তিনি । ভিডিও বার্তায় বলেছেন, সমস্ত সামরিক সাজ সরঞ্জাম আমরা ছেড়ে যেতে চাই। দিনের পর দিন লড়াই চালিয়ে যাওয়া আর সম্ভব নয়। বাহিনীর সেনাদের বিশ্রাম প্রয়োজন। তারপর তারা নব উদ্যমে কাজ শুরু করবে। ওয়াগনার প্রধানের এমন সমালোচনা অবশ্য এ প্রথম নয়। পূর্বেও বাখমুট দখলে রাশিয়ার স্থায়ী সেনার ব্যর্থতা নিয়ে কটাক্ষ করেছিলেন। প্রবল বিতর্কের মাঝে নিজে সেনার দায়িত্ব নেন ও কাজে বুঝিয়ে দেন তাঁর সমরকুশলতা।
ইউক্রেন বাখমুট দখল নিয়ে বরাবরই রুশ দাবিকে অস্বীকার করেছেন। তবে, চলতি বতর্কের আবহে দাঁড়িয়ে স্বীকার করতে হয়েছে যে, শহরের প্রত্যন্ত অংশে তাঁদের নিয়ন্ত্রণ আর নেই। উপ প্রতিরক্ষা মন্ত্রী হানানা মালিয়ার জানিয়েছেন এসব জায়গার দখল নিয়েছে স্থায়ী রুশ সেনা। । তিনি অবশ্য মনে করেন শহরের মূল জায়গায় তাঁদের দখল রয়েছে। সেখানে রাশিয়া এখনো কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। দুপক্ষের দাবি পরস্পরবিরোধী ও তথ্যপ্রমাণ সাপেক্ষ। তাই এ ব্যাপারে নির্ণায়ক সিদ্ধান্তে আসা এ মুহুর্তে সম্ভব নয়।
❤ Support Us